সজাগ হও
আব্দুল মান্নান মল্লিক
আব্দুল মান্নান মল্লিক
টিক টিক ঘড়ির কাঁটা,
অজানা এক পথ হাঁটা,
একাকী রয়েছ বসিয়া দুর্বারে
বসতি বাড়ি লোহিত সাগরে।
নীরে ভাসা পদ্ম কলিকা,
ভুলে গেছ অতীত মমতা,
ধ্যান মগ্ন মনোযোগ সহকারে।
বসতি বাড়ি লোহিত সাগরে।
পদ্মমুল প্রকোষ্ঠে ধারণ,
বন্ধ অক্ষি কিসের কারণ,
তব মগ্ন বিরাজিত অন্ধকারে।
বসতি বাড়ি লোহিত সাগরে।
বানিয়ে ঘর সাগর তীরে,
শাখা ভরা লোহিত নীরে,
হস্তপদ রয় সঙ্কুচিত আকারে।
বসতি বাড়ি লোহিত সাগরে।
নবম দরজা বন্ধের মাঝে,
সদা ধক-ধক অন্দর বাজে,
তবু কেন নীরব সুপ্তি আঁধারে।
বসতি বাড়ি লোহিত সাগরে।
পরিপক্ক সম হইয়া গঠন,
জাগে সাধ দেখিতে ভূবন,
বিরত হও লোহিত পানাহারে।
বসতি বাড়ি লোহিত সাগরে।
প্রস্ফুটিত হও নয়ন পত্রে,
পুর্নাঙ্গ কায়া ধারণ অত্রে,
ধরণীতে পদার্পন ইত্যনুসারে।
বসতি বাড়ি লোহিত সাগরে।
No comments:
Post a Comment