Saturday, 20 June 2015

পারিনা আর হাসতে

পারিনা আর হাসতে

আব্দুল মান্নান মল্লিক

হেসেছিলাম সেদিন জানতামনা কাঁদতে,
নিয়তির পরিহাসে পারিনা আর হাসতে।
হাসতে আমিও চাই পারিনা চেষ্টার অন্তে,
প্রজ্বলিত দীপ ছিল জানতো ভালবাসতে।
শৈশব কালে তুমি হাসিয়েছ আদর করে,
দিয়েছিলে কতবার হাসিতে প্রাণ ভরে।
হাসি দেখে কান্না আসে যদি কেউ হাসে,
গাঙ বাঁধ ভাঙে যেমন দুচোখ জলে ভাসে।
নিভে যায় দীপ যেদিন সহসা অজান্তে,
মুছে যায় হাসিমুখ কারও আদর পেতে।
হাতের দীপ নিভে যায় অন্তর পুড়ে অনলে,
হৃদয় শুকায় যখন বন্যা আসে অশ্রুজলে।
অবিরাম ঝরে পড়ে অশ্রুজলের ফোটা,
অকালে ছিন্নবৃন্ত অসম্পূর্ণ ফলের আঠা।
তুমি বিনা শৈশব কাল ধরাধামে আঁধার,
বৃন্ত ছিন্ন কচি পাতা পাইনা কোন আধার।
ভালবাসা দিয়ে যারে ধরেছি আঁকড়ে,
সবকিছু মিথ্যা প্রমাণ জননীর বাহিরে।

No comments:

Post a Comment