Wednesday, 10 June 2015

ঝড়

ঝড়

আব্দুল মান্নান মল্লিক

দৌড় দৌড় দৌড় এল পশ্চিমা ঝড়,
নীল গগনের গায়ে মেঘের তোড়জোড়।
বালকেরা ছুটে পালায় পথের উপর,
ধুলো বালি উড়ে পড়ে চোখের ভিতর।
আঁকাবাঁকা পথ ধরে তড়িতের চমক,
সারি ভেঙে মেঘে হারায় উড়ন্ত বক।
বৃক্ষ শাখা ভেঙে পড়ে পথের উপর,
বাতাসের সাথে উড়ে চাক ভাঙা ভ্রমর।
বেসুরো বাঁশি বাজে বার্তাবাহী তার,
মেঘে ঢাকে সূর্য ভূবন দিনে অন্ধকার।
গাছতলে পড়ে কত পাকা পাকা জাম,
খুঁটে আনতে বিফল হয় ঝড় অবিরাম।
ভয়েতে কাঁপিতে থাকে প্রবীণ কানাই,
মন্ত্রপাঠ করতে থাকে বসে বারান্দায়।
চকিতের শিকার হয় মন্ত্রপাঠ কালে,
শুনিয়া মেঘের গর্জন মন্ত্র গেলো ভুলে।

No comments:

Post a Comment