Friday, 5 June 2015

অন্তর্হিত দীপশিখা

অন্তর্হিত দীপশিখা 

আব্দুল মান্নান মল্লিক

বাজবেনা কোনদিন আর প্রণালীর রাগিণী,
গাইবেনা কেউ আর তোমাদের জীবনী।
সারেগামা গেয়ে গেছে ধ্বনিত হারমনি,
অন্তরে বাজে আজও মনোযোগে শুনি।
ভাওয়াইয়া ভাটিয়ালী আরও পল্লীগীতি,
মেঠো সুর বহুদূর বাজে সংগীত বিলিতি। 
সেদিনের বঙ্গ আজি রঙ্গ কালের স্রোত, 
ভুলে গেছে তোমাদের বর্তমান জগত।
ধ্বনিত কাঁসর ধ্বনি বেণু বাঁশির সুর,
প্রাণবন্ত সঙ্গীত ছিল আজ বহুদূর।
ধারাবাহিক সুরেলা ধ্বনি হৃদয় প্রাঙ্গণে,
স্মৃতিগুলো ভাসে আজও নিঃসঙ্গ নির্জনে।
ঢোল বাজতো বক্ষ মাঝে বাঁশির সুর কানে,
তান কুরাকুর নাকুর নাকুর তারও ছিল মানে।
ধিতাং ধিতাং তাং তাং ছিল তবলার বল,
এক টাকাতে একটা পটল বলে গেছে ঢোল।
অধুনা এই বাদ্যধ্বনি হারিয়ে যায় গান,
বেসুরো রাগিণীর তাল জ্বালা করে কান।
ঝগড়ার অপধ্বনি ধ্বনিত অধুনা গান,
রূপান্তর হয়ে গেছে পাতাল আসমান।

No comments:

Post a Comment