Saturday, 30 May 2015

বর্ষা

বর্ষা

আব্দুল মান্নান মল্লিক

সারাদিন দাঁড়িয়ে চুপ বারান্দায় একা,
তবু পায়নি এক ঝলক সূর্যের দেখা।
গগন মেলেছে কালো শাড়ির আঁচল,
অনবকাশে ক্ষরিত হয় বৃষ্টির জল। 
ঝিপ ঝিপ বৃষ্টি পড়ে সারা বেলা ধরে, 
কেউ বসে বারান্দায় কেউ বসে ঘরে। 
রাস্তায় ভিজে কেউ চাষী ভিজে মাঠে, 
সারিতে বসে হাঁস শান বাঁধানো ঘাটে। 
জলমগ্ন সারা মাঠ ঢিবিতে ব্যাঙ ডাকে, 
বৃষ্টিয় ভিজে চাতক উড়ে ঝাঁকে ঝাঁকে। 
সারস সারসি ভিজে পাড়ে বৃক্ষ ডালে, 
পানকৌড়ি ডুবে ওঠে পুকুরের জলে। 
ঝিমরিয়ে বসে যত বাঁশবাগানের পাখি, 
কুঞ্জবনে লুকিয়ে ডাকে ডাহুক ডাহুকী। 
পুকুরের পাড়ে ছিলো ঝুলন্ত তালগাছ, 
পড়ে যায় পুকুর জলে ছুটে পালায় মাছ। 
নুয়ে পড়ে মাধবীলতা বৃষ্টি ভিজা জলে, 
ভ্রমর উড়েনা ফুলে ভিজেনা বৃষ্টিজলে।


No comments:

Post a Comment