অশ্রুজল হৃদয় অনল
আব্দুল মান্নান মল্লিক
ফেলবোনা কোনদিন চোখের জল আর
তোমারে দিলাম কথা করি অঙ্গিকার।
স্বর্গের রাস্তা তোমার হয়না যেন পিছল
ধরে রাখি চোখের জল হৃদয়ে অনল।
অভিমান করবনা আর তোমার উপর
ভুলে যেতে চাই আমি তোমার আদর।
শিশুকালে অশ্রুজলে ভেসেছি যতবার
মুছিয়ে কোলে তুলে কেঁদেছ কতবার.।
অন্ধকারে নিদ্রায় মোর তুমি ছিলে বাতি
হারিয়ে যায় নিদ্রা জাগি সারা রাতি।
ক্রন্দনের ধারাবাহিক সারাটা জীবন
গাঙবাঁধ ভেঙে যায় পুড়ে ছাই মন।
হতে পারে ফটা জল, অনেক তার দাম
এক সাগর জল কভু হতে পারে সমান?
সাত পাঁচ ভেবে দেখি সবকিছু মিছে
স্বপ্নের চিত্রালী যত ফেলে দিই পিছে।
রংধনুর রং কাড়ি ছিলো অনেক আশা
বিন্দুজলে ভিজে হাত মেটেনা পিপাসা।
ঘড়ির কাঁটায় ঘুরে আজব সারা দেশটা
জলমগ্ন হয়ে আমি মেটেনা কেন তেষ্টা।
আব্দুল মান্নান মল্লিক
ফেলবোনা কোনদিন চোখের জল আর
তোমারে দিলাম কথা করি অঙ্গিকার।
স্বর্গের রাস্তা তোমার হয়না যেন পিছল
ধরে রাখি চোখের জল হৃদয়ে অনল।
অভিমান করবনা আর তোমার উপর
ভুলে যেতে চাই আমি তোমার আদর।
শিশুকালে অশ্রুজলে ভেসেছি যতবার
মুছিয়ে কোলে তুলে কেঁদেছ কতবার.।
অন্ধকারে নিদ্রায় মোর তুমি ছিলে বাতি
হারিয়ে যায় নিদ্রা জাগি সারা রাতি।
ক্রন্দনের ধারাবাহিক সারাটা জীবন
গাঙবাঁধ ভেঙে যায় পুড়ে ছাই মন।
হতে পারে ফটা জল, অনেক তার দাম
এক সাগর জল কভু হতে পারে সমান?
সাত পাঁচ ভেবে দেখি সবকিছু মিছে
স্বপ্নের চিত্রালী যত ফেলে দিই পিছে।
রংধনুর রং কাড়ি ছিলো অনেক আশা
বিন্দুজলে ভিজে হাত মেটেনা পিপাসা।
ঘড়ির কাঁটায় ঘুরে আজব সারা দেশটা
জলমগ্ন হয়ে আমি মেটেনা কেন তেষ্টা।
No comments:
Post a Comment