শিখার প্রেম
আব্দুল মান্নান মল্লিক
প্রাতকালে ভাঙে ঘুম দ্বার খুলে দেখি,
বিলম্বে দাঁড়িয়ে শিখা, প্রেমিকা একি?
সোনালি শাড়িতে শিখা শীতলের মন.
চৌকাঠ পেরিয়ে দুজন করি আলিঙ্গন।
উষ্ণতার চুম্বন দিল আমার সারা গায়,
শীতের প্রভাতকালে নিজেকে হারায়।
শাড়ির রঙের ছোঁয়া হিমে ভিজা ঘাস,
শোভিত শাড়ি রঙে সোনালি আভাস।
দেহতাপে শিখা মৌন যায় বহিয়া লগ্ন,
প্রেমানলে পুড়ে দেহ তবুও আছি মগ্ন।
খেলাঘরে সারাদিন প্রেম প্রেম খেলা,
প্রেমানল হয়ে শীতল লগ্ন বারবেলা।
সোনালি পর্দায় শিখা নিজেকে হারায়,
খেলা ঘর ভেঙে যায় দিনান্তের বেলায়।
আব্দুল মান্নান মল্লিক
প্রাতকালে ভাঙে ঘুম দ্বার খুলে দেখি,
বিলম্বে দাঁড়িয়ে শিখা, প্রেমিকা একি?
সোনালি শাড়িতে শিখা শীতলের মন.
চৌকাঠ পেরিয়ে দুজন করি আলিঙ্গন।
উষ্ণতার চুম্বন দিল আমার সারা গায়,
শীতের প্রভাতকালে নিজেকে হারায়।
শাড়ির রঙের ছোঁয়া হিমে ভিজা ঘাস,
শোভিত শাড়ি রঙে সোনালি আভাস।
দেহতাপে শিখা মৌন যায় বহিয়া লগ্ন,
প্রেমানলে পুড়ে দেহ তবুও আছি মগ্ন।
খেলাঘরে সারাদিন প্রেম প্রেম খেলা,
প্রেমানল হয়ে শীতল লগ্ন বারবেলা।
সোনালি পর্দায় শিখা নিজেকে হারায়,
খেলা ঘর ভেঙে যায় দিনান্তের বেলায়।
No comments:
Post a Comment