অর্থাভাবে শূন্য নীড়
আব্দুল মান্নান মল্লিক
তোরে কতো বাসি ভাল তথায় করিস মনভারি,
যেথায় সেথায় যাব দুইজন আছি আমি লস্করি।
ঝগড়া ঝাটি করলি কতই মানিক নিবার বাহানা,
সাপ ধরতে গেলাম তবু মানিক হাতে পেলামনা।
চাঁপা গাছের তলে বসে খেলেছি কতই দুজনে,
হৃদয় মাঝে গাঁথা আমার বুঝায় তোরে কেমনে।
জেদটি ধরিস কাঁদিস যখন মতি নিবার ছলনা,
ডুবিয়ে গাঙের ঝিনুক তুলি মতি তাতে ছিলনা।
পুতুল খেলার ঘর বানালি তিনটে ইটের দালান,
পুর্ণ করিস খেলার সংসার করলি মোরে শ্রীমান।
বাস্তব ঘর বাঁধবো যেদিন তুইতো আমার বাসনা,
কল্পনা করি খেলার মাঝে তোকে নিয়েই ধারণা।
টাকা পয়সায় কমতি আমি অনেক বড়ো মনটা,
তোকে নিয়ে ছাড়তে পারি আমি গোটা দেশটা।
লালস আশে বাসলি ভাল করলি কত প্রবঞ্চনা,
নিজের জীবন তুচ্ছ করি পেলাম কেবল গঞ্জনা।
আব্দুল মান্নান মল্লিক
তোরে কতো বাসি ভাল তথায় করিস মনভারি,
যেথায় সেথায় যাব দুইজন আছি আমি লস্করি।
ঝগড়া ঝাটি করলি কতই মানিক নিবার বাহানা,
সাপ ধরতে গেলাম তবু মানিক হাতে পেলামনা।
চাঁপা গাছের তলে বসে খেলেছি কতই দুজনে,
হৃদয় মাঝে গাঁথা আমার বুঝায় তোরে কেমনে।
জেদটি ধরিস কাঁদিস যখন মতি নিবার ছলনা,
ডুবিয়ে গাঙের ঝিনুক তুলি মতি তাতে ছিলনা।
পুতুল খেলার ঘর বানালি তিনটে ইটের দালান,
পুর্ণ করিস খেলার সংসার করলি মোরে শ্রীমান।
বাস্তব ঘর বাঁধবো যেদিন তুইতো আমার বাসনা,
কল্পনা করি খেলার মাঝে তোকে নিয়েই ধারণা।
টাকা পয়সায় কমতি আমি অনেক বড়ো মনটা,
তোকে নিয়ে ছাড়তে পারি আমি গোটা দেশটা।
লালস আশে বাসলি ভাল করলি কত প্রবঞ্চনা,
নিজের জীবন তুচ্ছ করি পেলাম কেবল গঞ্জনা।
No comments:
Post a Comment