Thursday, 28 May 2015

শুনতে পাও তুমিও

শুনতে পাও তুমিও

আব্দুল মান্নান মল্লিক

শুনেছি বারংবার বাতাসের আর্তনাদ,
এসেছিল গেছে ফিরে ক্রন্দনে উন্মাদ।
ফিরেছে কতজন আসিতে মাঝপথে,
কেউবা গেছে ফিরে নিরবে রাতে।
ঘুর্ণন গতির অকাতরে বাতাসে কেহ,
ধরাতে নামিতে কারো অপেক্ষায় দেহ।
আসিয়া যায় কতজন শূণ্যের মাঝে,
সমারোহে যায় কেহ দিনান্তের সাঁঝে।
ভাসে নাভিতলে কুঁড়ি পদ্মের আকার,
অগণিত বিলীনে যায় হইয়া সমাহার।
বাতাসের সাথে তারা বানাই খেলাঘর,
নির্বাকে ভেসে বেড়াই অনলে অন্তর।
গাড়ি ঘোড়া চলে কত ভুবনের পথে,
যোগাযোগ ছিন্ন হয়ে ঐ পথের সাথে।
শুনেছি বারংবার বাতাসের আর্তনাদ,
দাঁড়াতে সাহস কার করিবে ফরিয়াদ।

No comments:

Post a Comment