Sunday, 17 May 2015

স্বর্ণ রঙে পাকা ধানে


স্বরচিত কবিতা

স্বর্ণ রঙে পাকা ধানে

শিশির ভেজায় হেলে পড়ে যায়
ঘাসফুল যত মাটির উপর।
কাস্তে হাতে সিক্ত পান্তাভাতে
গাত্রে টানা শীতের চাদর।
কাটিতে ধান কাঁপা কাঁপা গান
গাহিয়া গমনে চাষী মাঠে।
শোভিত আছে স্বর্ণিত ধান গাছে
স্বর্ণ দানা গাছের মাথে।
সাজায়ে ঝুড়ি আঁখু গুড়ের ঝুরি
খড়-ধানে বেচিছে বুঁচন।
গুটিগুটি পায়ে ধান কুড়ানি মেয়ে
ডালা হাতে মাঠে দুইজন।
নিয়েছে কানাই ধান বোঝা মাথায়
তুলে দেয় সাধন, রতন।
পেলে আঁখুগুড় খায় কানাই প্রচুর
বারো রুটি বারেক অদন।
কানু গাড়োয়ান গাড়ি বোঝায় ধান
হাঁকিয়া ফিরিছে স্বীয় ঘর।
শালিকের ঝাঁক কিচির-মিচির ডাক
ঝগড়া করে আলের উপর।

No comments:

Post a Comment