Tuesday, 26 May 2015

এক পলকের দেখা

এক পলকের দেখা

আব্দুল মান্নান মল্লিক

বাঁকা চোখের চাওনি দিয়ে,
মন কেড়েছ মোর।
তাইতো ভাবি তোমায় নিয়ে,
বাঁধবো ছোট্ট ঘর।
আলতা লেপন পায়ের গড়ন,
রঙিন পায়ে লাল।
গোলাপ বর্ণ ঠোঁটের শোভন,
ললিত ললিত গাল।
নীলচে রঙের কেশগুলি সব,
ছুঁয়ে আছে কপাল।
রঙের বাহার গায়ের সৌরভ,
তাইতো হৃদয় মাতাল।
স্পৃহার বসে কখনো একবার,
টানব শাড়ির আঁচল।
আসে আসুক কলঙ্ক আমার,
বলুক লোকে পাগল।
ইশারা নহিলে ফুলের উপর,
ভ্রমর কখনো বসে?
ডাকলে কেন বাজিয়ে নুপুর,
আমি পড়ি দোষে!

No comments:

Post a Comment