Saturday, 23 May 2015

ওপরের ডাক


স্বরচিত কবিতা

ওপারের ডাক

অতীতের সৃতিগুলো মিলিয়ে যত,
সম্মুখের পথ ভারী উজানের মতো।
কতদূরে হবে শেষ জানিনা তা কখন,
বাধা হয়ে রয়ে পথে পাহাড়ের মতন।
ঐ যেন শোনা যায় পাহাড় পেরিয়ে,
হাঁক পাড়ে ডাকে মোরে ইশারা দিয়ে।
ভাবিলে দেখিতে এক কালো পাহাড়,
আচ্ছাদিত হব যখন চতুর্দিক আঁধার।
পিছনের সৃতিগুলো আসিবে ফিরে,
খোলা দ্বারে দেখি শুধু পাহাড় পারে।
গবাক্ষের জোড়া পর্দা বন্ধ চিরতরে,
হারিয়ে যাব তথা সবার অগোচরে।
কোমল সৃজনে পুষ্প শক্তির অধিকার,
পুষ্পের সিদ্ধ জীবন সহিসে দেবতার
করিতে পারিনি কিছু এহেন জীবনে,
রয়ে যায় খালি হাত হারিয়ে ভূবনে।
পাথর গলিয়ে গেলো পুষ্পের তাপে,
নিস্পাপ ছিলো পুষ্প আমি ডুবি পাপে।

No comments:

Post a Comment