রশ্মির বক্ররেখা
আব্দুল মান্নান মল্লিক
আব্দুল মান্নান মল্লিক
বসে আছি একাকী, রাত জাগারণে,
লিখিতে বসি কাব্য, পড়েনা কিছু মনে।
ধ্যাত কি-যে ছাই, পাইনা ভেবে কথা,
বৃথাই বুলায় কলম, ছিঁড়ে খাতার পাতা।
ছন্দের কথাগুলো, ভুলেছি বারবার,
যেনতেন ভাবে সারি, গদ্য কাব্য সার।
রূপান্তরের কথায় যদি, গদ্য কাব্য হয়,
ব্যাঙ তবে হয় কুমীর, লেজের সমন্বয়।
সোজা পথ দূর ভাল, বাঁকা কখনো নয়,
ভুলে গেছি কখন যেন, সোজা পথ কই?
গরুর রচনা লিখতে, লিখে যায় নদী,
ভুলেছি নদী যখন, লিখি ব্যাঙের সর্দি।
ছন্দের কাব্য কথা, শুনে মানুষ যদি,
No comments:
Post a Comment