অন্তরালে
আব্দুল মান্নান মল্লিক
খুজেছ বনে বাদাড়ে
কখনো খুজেছ নদীর তীরে
দেখা তবু পাওনা আমারে,
এইতো আমি সেই তোমারই ঘরে।
কখনো নির্জন শ্মশানে
খুজেছ ভুবনের চতুরকোণে
কেন খুজ বিহ্বল অঘোরে,
এইতো আমি সেই তোমারই ঘরে।
করেছি কত চিৎকার
ডেকেছি পিছনে বারবার
তবু সাড়া দাওনি মোরে,
এইতো আমি সেই তোমারই ঘরে।
পরিস্কার রাখিও সদা
দুুর কর অন্ধকারের পর্দা
খুলে রাখ নয়ন অন্তরে,
এইতো আমি সেই তোমারই ঘরে।
নয়ন দেখেনি কখনো
নিজ রূপের আকার এখনো
পাশে থেকে খুজে শতবারে,
এইতো আমি সেই তোমারই ঘরে।
আব্দুল মান্নান মল্লিক
খুজেছ বনে বাদাড়ে
কখনো খুজেছ নদীর তীরে
দেখা তবু পাওনা আমারে,
এইতো আমি সেই তোমারই ঘরে।
কখনো নির্জন শ্মশানে
খুজেছ ভুবনের চতুরকোণে
কেন খুজ বিহ্বল অঘোরে,
এইতো আমি সেই তোমারই ঘরে।
করেছি কত চিৎকার
ডেকেছি পিছনে বারবার
তবু সাড়া দাওনি মোরে,
এইতো আমি সেই তোমারই ঘরে।
পরিস্কার রাখিও সদা
দুুর কর অন্ধকারের পর্দা
খুলে রাখ নয়ন অন্তরে,
এইতো আমি সেই তোমারই ঘরে।
নয়ন দেখেনি কখনো
নিজ রূপের আকার এখনো
পাশে থেকে খুজে শতবারে,
এইতো আমি সেই তোমারই ঘরে।
No comments:
Post a Comment