আমাদের মাতৃভাষা
আব্দুল মান্নান মল্লিক
ঝরে পড়া পুষ্প পাপড়ি,
তাইতো আজ রাস্তায় গড়াগড়ি।
কি মূল্য আছে বল! তোমাদের কাছে,
অধুনা এই নতুন সমাজে।
গজিয়ে ওঠা সবুজ পত্রে
নতুনের স্বাদে ও গন্ধে।
লিপিবদ্ধ হয়ে গেছে নতুন পাতায়,
ভরিয়াছে বৈদেশিক শব্দে।
ছিল কি খুব বেশী প্রয়োজন?
তবে কেন এত আয়োজন?
নাট্য গল্প কাব্যে, ছন্দে ছন্দে ইংলিশ,
বাংলাকে করেছ বিক্রি,
মিশিয়ে দিয়েছ জর্জরিত বিষ।
যেথায় যখন যেমন,
থাকে যদি বিশেষ কারণ,
বিশ্বজুড়ে রাখ বন্ধুত্বের বন্ধন
প্রয়োজনে হোক ভাষার রূপান্তর,
তাতে নাই বারণ।
মাতৃশব্দ বিলীনের হেতু
ইংলিশে বিশ্বাস,
ক্ষণেক্ষণে এমনি একদিন
ইংলিশ করবে মাতৃভাষাকে গ্রাস।
একেক করে হয়েছে বিলীন
বাংলার কতো শব্দ।
বসেছে ইংলিশ, হয়েছে অছন্দোবদ্ধ।
বাংলার মান বাংলার গান,
মাতৃভাষা আমার বাংলার প্রাণ।
আব্দুল মান্নান মল্লিক
ঝরে পড়া পুষ্প পাপড়ি,
তাইতো আজ রাস্তায় গড়াগড়ি।
কি মূল্য আছে বল! তোমাদের কাছে,
অধুনা এই নতুন সমাজে।
গজিয়ে ওঠা সবুজ পত্রে
নতুনের স্বাদে ও গন্ধে।
লিপিবদ্ধ হয়ে গেছে নতুন পাতায়,
ভরিয়াছে বৈদেশিক শব্দে।
ছিল কি খুব বেশী প্রয়োজন?
তবে কেন এত আয়োজন?
নাট্য গল্প কাব্যে, ছন্দে ছন্দে ইংলিশ,
বাংলাকে করেছ বিক্রি,
মিশিয়ে দিয়েছ জর্জরিত বিষ।
যেথায় যখন যেমন,
থাকে যদি বিশেষ কারণ,
বিশ্বজুড়ে রাখ বন্ধুত্বের বন্ধন
প্রয়োজনে হোক ভাষার রূপান্তর,
তাতে নাই বারণ।
মাতৃশব্দ বিলীনের হেতু
ইংলিশে বিশ্বাস,
ক্ষণেক্ষণে এমনি একদিন
ইংলিশ করবে মাতৃভাষাকে গ্রাস।
একেক করে হয়েছে বিলীন
বাংলার কতো শব্দ।
বসেছে ইংলিশ, হয়েছে অছন্দোবদ্ধ।
বাংলার মান বাংলার গান,
মাতৃভাষা আমার বাংলার প্রাণ।