Thursday, 24 March 2016

√ আমাদের মাতৃভাষা

আমাদের মাতৃভাষা

আব্দুল মান্নান মল্লিক

ঝরে পড়া পুষ্প পাপড়ি,
তাইতো আজ রাস্তায় গড়াগড়ি।
কি মূল্য আছে বল! তোমাদের কাছে,
অধুনা এই নতুন সমাজে।
গজিয়ে ওঠা সবুজ পত্রে
নতুনের স্বাদে ও গন্ধে।
লিপিবদ্ধ হয়ে গেছে নতুন পাতায়,
ভরিয়াছে বৈদেশিক শব্দে।
ছিল কি খুব বেশী প্রয়োজন?
তবে কেন এত আয়োজন?
নাট্য গল্প কাব্যে, ছন্দে ছন্দে ইংলিশ,
বাংলাকে করেছ বিক্রি,
মিশিয়ে দিয়েছ জর্জরিত বিষ।
যেথায় যখন যেমন,
থাকে যদি বিশেষ কারণ,
বিশ্বজুড়ে রাখ বন্ধুত্বের বন্ধন
প্রয়োজনে হোক ভাষার রূপান্তর,
তাতে নাই বারণ।
মাতৃশব্দ বিলীনের হেতু
ইংলিশে বিশ্বাস,
ক্ষণেক্ষণে এমনি একদিন
ইংলিশ করবে মাতৃভাষাকে গ্রাস।
একেক করে হয়েছে বিলীন
বাংলার কতো শব্দ।
বসেছে ইংলিশ, হয়েছে অছন্দোবদ্ধ।
বাংলার মান বাংলার গান,
মাতৃভাষা আমার বাংলার প্রাণ।

Wednesday, 23 March 2016

√ রঙ দিয়েছি বেশ করেছি

রঙ দিয়েছি বেশ করেছি

আব্দুল মান্নান মল্লিক

রঙ মেখেছি সঙ সেজেছি 
চৈত্র দিনের হোলি।
রঙে রঙে রাঙিয়ে দিবো
হৃদয় অলিগলি। 
বৌদি আমার চোখের মণি
করছ কেন রাগ।
আজকে নাহয় রঙের গুলা
কালকে দিব ফাগ।
রঙ দিয়েছি বেশ করেছি
চৈত্র হোলির দিনে।
তাইতো বৌদি রাগ করেছে
ঘোমটা মুখে টেনে।
বৌদির প্রেমে মাতাল হলাম 
নতুন রঙের সাজে।
রঙ মাখাবো সঙ সাজাবো 
বৌদি মরে লাজে।
চুনকালি তো দিইনি বৌদি
চিলতে গালে রঙ।
ভেংচা মুখে ফেলফেল চেয়ে
রাঙা মাটির সঙ।
প্রেমে পড়া এতোই সোজা? 
পড়লো অবশেষে। 
বৌদি রাঙে আমার সাথে
একটু মুচকি হেসে। 
বৃন্দাবনের মাধবী লতায়
দুলবো কৃষ্ণ রাধা।
অঙ্গে অঙ্গে হৃদয় রাঙুক
প্রেমে পড়েছি বাধা।
রঙের খেলা খেলবো দুজন
এইনা চাঁদনি রাতে।
তোমার আমার মাতাল হতে
দোষ কি আছে তাতে?
আজকের দিনে রাধা তুমি
কৃষ্ণ তবে আমি।
বৃন্দাবনের রঙ দিয়ে আজ
রাঙিয়ে দিবো ভূমি।



Tuesday, 22 March 2016

প্রলয় ঘণ্টা

প্রলয় ঘণ্টা

আব্দুল মান্নান মল্লিক

বুঝবে যেদিন প্রলয় শুরু
বিচ্ছুরিত আসমান। 
ফুটবেনা ফুল গাছে গাছে
গাইবেনা পাখি গান।
গর্জে উঠবে আকাশ সেদিন
বর্ষে উঠবে মেঘ।
আগ্নেয়গিরি উঠবে সেদিন
জ্বলবে সারা দেশ।
শান্ত বাতাস মাতাল হবে
বয়ে যাবে ঝড়।
পৃথিবীটা হিলবে সেদিন
চিনবে না পর ঘর।
শুকিয়ে যাবে সাগর যখন
পুকুর পুড়ে ছাই।
কাঁদলে কোথায় অশ্রু পাবে
ঘুরে জগৎটায়।
অপেক্ষাতে দিন সরে যায়
প্রলয় হতে বাকি।
নশ্বর হবে সবটা একদিন
ঘুরবে প্রলয় চাকি।



Monday, 21 March 2016

আমার বিকাল

আমার বিকাল

আব্দুল মান্নান মল্লিক

দাঁড়িয়ে সেদিন আসতে যেতে পথে,
একে একে ছেড়ে যায় ছিল যারা সাথে।
সম্মুখে দেখি কেউ শোকে কাতরে,
কেউবা রয়েছে যেতে সারিতে দাঁড়িয়ে।
ফেলে যাওয়া খুজতে কিছু পিছনে তাকায়,
দেখেছি তার খালি হাত আসার বেলায়।
যেদিন যেখানে ছিল থাকবে তেমন,
খন্ডিবেনা কোনোদিন নিয়তির লিখন।
আসতে দেখেছি কত একা অসহায়,
ভ্ললে যাও অতীত কথা সবে সঙ্গতায়।
অম্বুদ উদক আবার কখনো ঝরা বৃষ্টি
অশক্ত জীবন মরণ অদ্ভুত সৃষ্টি।
নামের রূপান্তর শুধু স্থানান্তর অব্যয়,
কখনোই হবেনা কারো পূর্ণতার ক্ষয়।

Sunday, 20 March 2016

মিছে এ সংসার

মিছে এ সংসার

আব্দুল মান্নান মল্লিক

ইচ্ছা করি বারবার তোমাতে মিলায়,
মেঘেদের হাত ধরে উড়ে যেতে চায়।
বৃষ্টি হয়ে ফিরে আসি
ভূমিতে আবার।
এগোতে চায় যত
পিছনে টানে তত।
আপন ভেবেছি তোমায়, প্রত্যয়ের সাথে,
বাতাসের সিড়ি বেয়ে উঠিব আকাশে।
প্রত্যয় হারায় তবু একটি নিমেষে,
স্তব্ধ বাতাস যখন পড়ে যায় ভূমে।
ভেঙে যায় মন তাই হারিয়ে বিশ্বাস,
অপূর্ণ ররে যায় ইচ্ছার আশ্বাস।
দিয়েছিলে কেন তবে প্রাণ ও নিশ্বাস।
সেদিন ছিলাম আমি তোমারি সাথে
তোমার কুটিরে।
মজা দেখতে ঠেলে দিয়ে রেখেছ দূরে,
বেঁচে থাকা মিছামিছি স্বপ্নকে ঘিরে।


দুই পুতুলের বিয়ে

দুই পুতুলের বিয়ে

আব্দুল মান্নান মল্লিক

খুকুমনি আর সোনামনি,
সাজবে দুজন বিয়ান।
শপথ করলো আগেভাগে,
দিল কথার বয়ান।
বাজবে কত শানাই কাঁশর,
নাচবে পাড়ার মেয়ে।
ছররা ঝলক তুবড়ি ফেটে,
দুই পুতুলের বিয়ে।
মেয়ে আমার ঘর বেধেছে,
তিনটে ইটের দালান।
অঘোর ঘোরে ঘুমাই নাতি,
দিনে রাতে সমান।
দাদু শশুর হবো কনের,
তাইতো খুশী মনে।
টোপর মাথে সাজবে নাতি,
সিঁদুর শাঁখায় কনে।
গায়ে হলুদ পড়বে যেদিন,
বাইরে যেতে মানা।
হলুদ শাড়িয় থাকবে কনে,
গায়ে ফুলের গহনা।
ঘরের লক্ষ্মী আসবে ঘরে,
দিয়ে মোরে পেন্নাম।
দুই পুতুলের বিয়ের দিনে,
বিভোর হবে গ্রাম।

Saturday, 19 March 2016

কানুর সংসার

কানুর সংসার

আব্দুল মান্নান মল্লিক

গাছের মাথায় ধোঁয়া ধোঁয়া,
দূরের পানে আঁধার।
মেঘলা দিনে আনন্দ করে,
ছেলে বুড়ো পাড়ার।
বাড়ি বাড়ি খিচুড়ি সবার,
ভাবছে কানু বসে।
চাল কিনতে পয়সা নাই,
ঘি কিনবে কিসে?
কানুর বউ হেঁসিল ঘরে,
গালে দিয়ে হাত।
কেমন করে দিনটা যাবে,
হয়নি রাতে ভাত।
কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়ে,
কোলের শিশু রাতে।
দু-মুঠো চাল থাকতো যদি,
খেতো ফেনাভাতে।
কানুর যেদিন ছিল অনেক,
গোলা ভরা ধান।
কথায় কথায় উঠত বসত,
ধরত সবাই কান।
বাড়ির কাছে মাছের পুকুর,
বাগান ভরা আম।
পাড়ার লোকে মান দিয়েছে,
কানুর কথার দাম।

Thursday, 17 March 2016

হোলি সূচনা

হোলি সূচনা

আব্দুল মান্নান মল্লিক

স্কন্দ পুরাণ হিন্দু ধর্মে দিয়ে গেছে প্রমাণ,
বর্ণিত এই গ্রন্থে হোলিকা প্রহ্লাদ উপাখ্যান।
বিষ্ণুর প্রেমে কীর্তন গানে পাগল প্রহ্লাদ,
তাইনা দেখে জ্বলে মরে পিতার বাড়ে রাগ।
হিরণ্যকশিপু পণ করেছে ফন্দি আঁটে মনে,
নিজ পুত্র জ্বালিয়ে মারবো অনলে দহনে।
অগ্নিগর্ভে প্রহ্লাদ বাঁচে হোলিকা অবশেষে,
বিনা দোষে হারায় প্রাণ ভ্রাতৃ আজ্ঞার বশে।
ভ্রাতৃ আজ্ঞা পালন করে কখন কাকে মারে,
বিষ্ণুবরে প্রহ্লাদ বাঁচে হোলিকা গেল পুড়ে।
বিষাক্ত বৃক্ষে বর্ষাকালে জল টুপিয়ে পড়ে,
দুর্বা ঘাস পুড়বে বিষে যেজন বৃক্ষ গোঁড়ে।
দোলযাত্রা হল শুরু হোলিকা দহনকালে,
খেলছে সবে লীলারঙে পুরুষ নারী মিলে।
সেই আনন্দে বৃন্দাবনে কৃষ্ণ আর রাধে,
রঙ খেলাতে মত্ত হল গোপিনীদের সাথে।
লোহিত রঙে কৃষ্ণচূড়া রাধাচূড়ায় হলুদ,
কৃষ্ণ রঙে রঙিন রাধা যায়না করা সাবুদ।

Saturday, 5 March 2016

ফিরে আসি বারবার

ফিরে আসি বারবার

আব্দুল মান্নান মল্লিক

দিবা নিশি জ্বলছে হৃদয়,
তোমার প্রেমের বিষে।
অলক্ষ্যে তাই ফিরে আসি,
চোখের জলে ভেসে।
যত দূরেই থাকব আমি,
ছায়া তোমার পাশে।
নয়তো আমি দর্শন দিব,
অঘোর স্বপ্নদেশে।
জানলা দিয়ে দেখবে যখন,
ফুটবো গোলাপ হয়ে।
খিলখিলিয়ে হাসবো গাছে,
তোমায় কাছে পেয়ে।
নীল গগনে দেখবে আমায়,
প্রদীপ আলো তারা।
ভিড়ের মাঝে পড়ব আমি,
তোমার চোখে ধরা।
বারিদ হয়ে কখনো আমি,
উড়ে যায় গগনে।
শোকজলে ভাসি তোমার,
দুই নয়নের কোণে।
ভাববে যখন আমার কথা,
শুতে যাওয়া রাতে।
অধর ছাপ দেখবে গালে,
সুপ্তি ভাঙা প্রাতে।

Wednesday, 2 March 2016

প্রেমিক ভ্রমর

প্রেমিক ভ্রমর

আব্দুল মান্নান মল্লিক

প্রেমিক বন্ধু ভ্রমর আমার,
আর দিওনা ফাঁকি।
ফুলের গন্ধে মাতাল বন্ধু,
কত রকম ভেলকি।
নিঠুর বন্ধু আমায় ছেড়ে,
কোথায় আছ একা।
খুজে খুজে নাস্তানাবুদ,
পাইনি তবু দেখা।
পুষ্পদলে লুকিয়ে আছ,
বন্ধু তুমি কে হে?
পুষ্পরসে শীতল হয়ে,
রঙ মেখেছ দেহে।
ফুলের রঙে মিশে বন্ধু,
খেলছ লুকোচুরি।
চুপটি মেরে বসে তুমি,
আমি খুজে মরি।
শুনছ নাকি বলছ কিছু,
ফুলের কানেকানে।
রসাল ফুলে ব্যস্ত নাকি,
চুরির মধুপানে?
নিঠুর বন্ধু তুমি আমার,
মধুয় কর স্নান।
তোমার পথ চেয়ে আমি,
কাটাই দিনমান।
তোমার সাথে আড়ি বন্ধু,
করি অভিমান।
একা একা আড়াল হয়ে,
করছ মধুপান।