Sunday, 29 November 2015

সুপ্রভাত বাংলা খবর

সুপ্রভাত বাংলা খবর

আব্দুল মান্নান মল্লিক

খবরের প্রারম্ভে লেখনী সুপ্রভাত,
পড়ে দেখি খবরে সবটা দুঃসংবাদ।
অহরহ চলে কত শিশু নারী পাচার,
খবরে কেন মিথ্যা সুপ্রভাত উদার?
অবলার মান হারায় দিনের বেলা,
খবরে হয় প্রকাশ নারীদেহ খেলা।
নির্দোষী সাজা পায় প্রমাণ অভাবে,
অবাধে দোষীরা ঘুরে দলবদ্ধভাবে।
সমাচারে হয় প্রকাশ নীরিহ নিগ্রহী,
প্রতিবাদে হয়ে অক্ষম সদা প্রদাহী।
টেলিভিশন খুলিতেই খবর উপম,
সুপ্রভাত দিয়ে বলে বাজার গরম।
বোমের নিস্বন আর কোথাও খুন,
ওদের রাজত্ব যেন জ্বলন্ত আগুন।

No comments:

Post a Comment