অভিমানী পৃথিবী
আব্দুল মান্নান মল্লিক
না থাকতে তোমরা যদি হেথা পৃথিবীতে,
অভিমান করি তাই আসে কি যায় তাতে?
একা একা ছিলাম ভালো তবু শতগুণে!
রক্তাক্ত করেছ বক্ষ আসিয়া জনে-জনে।
সহ্য ধৈর্য সহিষ্ণুতায় ধরেছি বক্ষ মাঝে,
সহে যায় নির্যাতন তোমাদের অবুঝে।
তোমাদের খুশী করতে হয়েছি কদাকার,
সমীপে মাতৃ বন্দনা পশ্চাতে অনাচার।
যতকিছু আছে মোর করি সবারে বন্টন,
সুযোগে করেছ কলুষিত আমার অঙ্গন।
ভেবেছিলে পৃথিবীতে আছে প্রয়োজন ?
ভুল ভেবে ঠাঁই বসে তুমি গুণীজন।
ঘাতে ঘাতে পদপৃষ্ঠে জর্জরিত খননে,
অবজ্ঞা করেছ সদা কারণে অকারণে!
খুনোখুনি রাহাজানি ভাই ভায়ের সাথে,
ভিজে যায় দেহ মোর তোমাদের রক্তে।
মহামানব গুণীজন আছ তোমরা যত,
দেখিতে পাওনা সবে ক্ষতবিক্ষত কতো।
হেলিত সতত তবু নিয়ে মাতৃত্বের ভার,
এর বেশী দিতে পারি বল কতো আর?
No comments:
Post a Comment