Thursday, 19 November 2015

কি হবে বিশুদ্ধ জল

কি হবে বিশুদ্ধ জল

আব্দুল মান্নান মল্লিক

অপরের দোষ গেয়ে হাটে ভাঙো হাঁড়ি,
নিজেদের দোষ ঢাকতে রঙের রকমারি।
রাজপথে গাও যদি দোষ দিয়ে সবার,
নিজের কেমন সদ্গুণ দেখাও একবার।
আতর সুবাস দিয়ে আছে দুর্গন্ধ ঢাকা,
শুভ্র পরিধানে দেহ অন্তরে কালি মাখা।
গুরুর আসন দিয়ে চরণ তলে যারা,
তোমাদের কাছে আজ ঘৃণিত তারা।
নিরীহ মানুষ গুলো করে তাই বিশ্বাস,
সুযোগে মেরেছ তাদের করে রুদ্ধশ্বাস।
দেখাতে ক্ষমতা তুমি পেয়ে অক্ষমতায়,
দুর্বলের যায় প্রাণ তোমাদের দক্ষতায়।
ছুটে যায় দুর্বলেরা প্রাণ বাঁচাতে কাছে,
শীর্ষে ধরেছে যারা জুতের আগে-পিছে।
দেখিয়েছ পথ যেমন হাঁটে সেই পথে,
দিনেরাতে অবিচার কর তাদের সাথে।
ছোটলোকের মান যাক নাই আপসোস,
পদতলে দেখো ওদের ভাবো কর্মদোষ।

No comments:

Post a Comment