রূপশ্রী নির্বসিত্তা
আব্দুল মান্নান মল্লিক
রোদ দুপুরে পথপ্রান্তে ছলছল চোখে,
ভূষণে বিধবা এক বিস্বাদ হাসি মুখে!
আবৃতে শুভ্র শাড়ি কেশবীথি ফাঁকা,
অকালে খুইয়ে পতি ত্যক্ত হস্তশাঁখা।
দিন অনাহারী কে ও-ই নারী হীনতায়,
পথ চলতে ক্ষণে শান্তে প্রাকার সহায়।
প্রশ্নঘাতে জর্জরিত মন্থরে কাছে যায়,
ক্ষণে ক্ষণে ভাসে মুখ আবার হারায়।
চেনা কোনো নারী বুঝি বড় অসহায়,
কে-গো তুমি ক্লিষ্ট নারী দ্বিধায় শুধাই।
নাম ধরে ডাকে মোরে তুমি সেই জন?
নির্বাক থ' মুই জড়তায় হারায় বচন!
মাথা ঝিম ঝিম গা হিম কষ্টে ঠাহরি,
পতি হারা গৃহছাড়া চেনা মুখ রূপশ্রী।
লুকানো কি যায় কভু নিভৃতের ব্যথা,
অশ্রুসজল নেত্র তার বলে আত্মকথা!
পতি বিনা পতিগৃহে তিক্তের স্বাদে,
রূপশ্রী নির্বসিত্তা অপয়া অপবাদে।
জমানো ব্যথা বুকে নিভৃতে অস্পষ্টে,
অস্ফুটে নেত্রকোণে অপেক্ষায় কষ্টে।
হিংসুটে শাশুড়ি যার পতিগৃহে বাস,
পতি বিনা নারী জীবন হয় সর্বনাশ।
নিপীড়নে ফিরে রূপশ্রী শৈশব গৃহে,
কটুকথা বলে লোকে নির্বাকে সহে।
No comments:
Post a Comment