সর্ব ধারক তুমি
আব্দুল মান্নান মল্লিক
আমোন বোরো কখনো মৌসুম চৈতী,
বারেক হায়নে ধরাগর্ভে ত্রয়রতি।
ছয় ঋতু বারো রতি অধুনা নারী,
ত্রয়রতিয় সর্বজনম গর্ভে তোমারি।
তোমার জঠর মাগো স্বর্গভুমি,
সর্ববস্তু ধারণি বক্ষে মহামাতৃ তুমি।
ঔজ্জল্ল কর জীবন তোমার ছোঁয়ায়,
জীবন সীমান্তে দিও শীতলতার ঠাই।
অগণিত জীব সবই তোমারি সন্তান,
সর্ববস্তু ধরেছ বক্ষে দিয়েছ স্থান।
জীব যতো আহার ততো, তোমারি দান,
চোষ্য, চর্বণে কেউ, করে কেউ পান।
সর্ব আত্মা অচৈতন্যে, কেউবা চৈতন্যে,
অক্ষমে মিশেছে সাথে কেউ সঞ্চালনে।
হানাহানি রাহাজানি বক্ষে তোমার,
তবু হওনা ধৈর্যহারা করে অঙ্গিকার।
মমতাময়ী সহ্য সহনী যুগযুগান্তরে,
শীর্ষে ধরেছ মোদের রয়েছ কাতরে।
খুলে দাও যদি একবার রুদ্ধের দ্বার,
অগ্নিকাণ্ড জলস্রোতে হবে একাকার।
পরিণামের কথা আজ নাই কারো জানা,
হয়তো থাকবেনা সঙ্কেত শূণ্য প্রতারণা।
অসীম ক্ষমতা মাগো তোমার করুণায়,
প্রহরিণী রয়েছ তুমি আমরা নিদ্রায়।
প্রাণবন্তেও তুমি বিলীনের সাথে তুমি,
কৃতজ্ঞ তোমার কাছে হে গর্ভভূমি।
আব্দুল মান্নান মল্লিক
আমোন বোরো কখনো মৌসুম চৈতী,
বারেক হায়নে ধরাগর্ভে ত্রয়রতি।
ছয় ঋতু বারো রতি অধুনা নারী,
ত্রয়রতিয় সর্বজনম গর্ভে তোমারি।
তোমার জঠর মাগো স্বর্গভুমি,
সর্ববস্তু ধারণি বক্ষে মহামাতৃ তুমি।
ঔজ্জল্ল কর জীবন তোমার ছোঁয়ায়,
জীবন সীমান্তে দিও শীতলতার ঠাই।
অগণিত জীব সবই তোমারি সন্তান,
সর্ববস্তু ধরেছ বক্ষে দিয়েছ স্থান।
জীব যতো আহার ততো, তোমারি দান,
চোষ্য, চর্বণে কেউ, করে কেউ পান।
সর্ব আত্মা অচৈতন্যে, কেউবা চৈতন্যে,
অক্ষমে মিশেছে সাথে কেউ সঞ্চালনে।
হানাহানি রাহাজানি বক্ষে তোমার,
তবু হওনা ধৈর্যহারা করে অঙ্গিকার।
মমতাময়ী সহ্য সহনী যুগযুগান্তরে,
শীর্ষে ধরেছ মোদের রয়েছ কাতরে।
খুলে দাও যদি একবার রুদ্ধের দ্বার,
অগ্নিকাণ্ড জলস্রোতে হবে একাকার।
পরিণামের কথা আজ নাই কারো জানা,
হয়তো থাকবেনা সঙ্কেত শূণ্য প্রতারণা।
অসীম ক্ষমতা মাগো তোমার করুণায়,
প্রহরিণী রয়েছ তুমি আমরা নিদ্রায়।
প্রাণবন্তেও তুমি বিলীনের সাথে তুমি,
কৃতজ্ঞ তোমার কাছে হে গর্ভভূমি।
No comments:
Post a Comment