Friday, 20 November 2015

অভিমানী

অভিমানী

আব্দুল মান্নান মল্লিক

প্রেমের কথা ভাবিনা কখনো
তোমাকে নিয়ে আর,
সুখ নিমেষে এসেছিলে পাশে
নির্দয় বন্ধু আমার।
ফুরাবে যেদিন কুসীদ তোমার
পালাবে ভিন-দেশে,
ছায়া বৃষ্টিতে মেঘেদের সাথে
খেলবো অবশেষে।
দেরি নাই আর আসবে পূনর
হরিৎ পত্র শাখায়,
বলবোনা কথা শুনবোনা গান
সেই মিষ্টি গলায়।
বসতি কোথায় নাই ঠিকানা
সবার জানাজানি,
সাথের পাখী দেখছে তোমায়
করছে কানাকানি।
তাইনা ভেবে চাইনা তোমায়
কেমনে ভালোবাসি,
মধুর কন্ঠে ভুলাও যতোই
তুমি বসন্ত পিয়াসি।
আবার তেমন আসবে যখন
সেই বসন্তের সাথে,
মধুর গলায় ডেকোনা কুহু
ঘুম ভাঙবে রাতে।
রাগের কথা হক বা না হক
অভিমান তো আছে,
তাইতো তোমার মধুর সুর
বাজে হৃদয় মাঝে।


No comments:

Post a Comment