শয়তানের দুষ্টুমি
আব্দুল মান্নান মল্লিক
কঙ্কাল সার দেহের গোড়ন
কুবুদ্ধি আর দুষ্টুমিতে চতুর,
তল্লাস করে ঘুরছে শয়তান
কোথায় পাবে কারো কসুর।
ঘুমিয়ে আছে দেখলে মানুষ
পালাই দিয়ে কান সুড়সুড়,
মজা দেখতে দাঁড়াই দূরে
চমকে মানুষ উঠছে ধুড়মুড়।
দিনে রাতে মানুষের পিছে
ঘুরছে শয়তান ঘুর-ঘুর,
মজা দেখতে লাগিয়ে দিলো
দেওয়াল সেঁটে আঁখের গুড়।
মিঠাই মিঠাই গন্ধে মাতাল
ঘরের কোণের ধেড়ে ইঁদুর,
টিকটিকি আর পিঁপড়া মাছি
সারিতে সবাই আসছে প্রচুর।
ইঁদুর ধরতে ছুটছে বিড়াল
সাঁঝের বেলা গড়িয়ে দুপুর,
তাইনা দেখে রাম কানায়ের
বিড়াল তাড়াই কালো কুকুর।
চালের মাথায় বসে শয়তান
দেখছে খাচ্ছে অস্থি কুড়মুড়,
মাঝে মাঝে খিলখিল হাসে
অস্থি খেয়ে তুলছে ঢেকুর।
গিন্নিরে ডাকি চিৎকার করি
দাওতো হাতে কাঠের মুগুর,
মুগুর ছুড়তে পালায় কুকুর
হাঁড়ি-কুঁড়ি পড়লো হুড়মুড়।
আব্দুল মান্নান মল্লিক
কঙ্কাল সার দেহের গোড়ন
কুবুদ্ধি আর দুষ্টুমিতে চতুর,
তল্লাস করে ঘুরছে শয়তান
কোথায় পাবে কারো কসুর।
ঘুমিয়ে আছে দেখলে মানুষ
পালাই দিয়ে কান সুড়সুড়,
মজা দেখতে দাঁড়াই দূরে
চমকে মানুষ উঠছে ধুড়মুড়।
দিনে রাতে মানুষের পিছে
ঘুরছে শয়তান ঘুর-ঘুর,
মজা দেখতে লাগিয়ে দিলো
দেওয়াল সেঁটে আঁখের গুড়।
মিঠাই মিঠাই গন্ধে মাতাল
ঘরের কোণের ধেড়ে ইঁদুর,
টিকটিকি আর পিঁপড়া মাছি
সারিতে সবাই আসছে প্রচুর।
ইঁদুর ধরতে ছুটছে বিড়াল
সাঁঝের বেলা গড়িয়ে দুপুর,
তাইনা দেখে রাম কানায়ের
বিড়াল তাড়াই কালো কুকুর।
চালের মাথায় বসে শয়তান
দেখছে খাচ্ছে অস্থি কুড়মুড়,
মাঝে মাঝে খিলখিল হাসে
অস্থি খেয়ে তুলছে ঢেকুর।
গিন্নিরে ডাকি চিৎকার করি
দাওতো হাতে কাঠের মুগুর,
মুগুর ছুড়তে পালায় কুকুর
হাঁড়ি-কুঁড়ি পড়লো হুড়মুড়।
No comments:
Post a Comment