বর্ণচোরা (প্রাপ্তি প্রকাশিত)
আব্দুল মান্নান মল্লিক
মানুষ যত জনে জনে,
কে কাহারে রাখে চিনে।
লোহিত রঙে মৃত্যু জোহর,
থাবাই তাদের পশুর নখর।
ঘুরছে দিনে মুখোশ পরে,
ধোঁয়া তুলসি আকার ধরে।
নকশা গতর মানুষ আদল,
চিনতে নারি আসল নকল।
রাত আঁধারে নর খাদক,
দিনে তারা সমাজ জনক।
চিনছে যারা বাঁচাতে প্রাণ,
ডাকছে সবাই বাবু সেলাম।
দিন ফুরালে আঁধার রাতে,
ঘুরে বেড়াই ছুরি হাতে।
করছে ডাকাত মার দাঙ্গা,
দিনের ইঁদুর রাতে চাঙ্গা।
পথে নামলে মুখোশ পরা,
আপথে যায় মানুষ যারা।
গাঁজার পরে মদের আসর,
আকড়া বসায় সাঁঝের পর।
যেমন খুশি করছে লঙ্ঘণ,
তাইতো সমাজ অধঃপতন।
মরছে সমাজ তাদের হাতে,
ক্ষতি কি আর আমার তাতে?
চিনতে তাদের মুখোশ খুলি,
মরবো নাকি খেয়ে গুলি?
আক্ষেপ রাখি বুকে বেঁধে,
হয়না সাহস একার সাধ্যে।
আব্দুল মান্নান মল্লিক
মানুষ যত জনে জনে,
কে কাহারে রাখে চিনে।
লোহিত রঙে মৃত্যু জোহর,
থাবাই তাদের পশুর নখর।
ঘুরছে দিনে মুখোশ পরে,
ধোঁয়া তুলসি আকার ধরে।
নকশা গতর মানুষ আদল,
চিনতে নারি আসল নকল।
রাত আঁধারে নর খাদক,
দিনে তারা সমাজ জনক।
চিনছে যারা বাঁচাতে প্রাণ,
ডাকছে সবাই বাবু সেলাম।
দিন ফুরালে আঁধার রাতে,
ঘুরে বেড়াই ছুরি হাতে।
করছে ডাকাত মার দাঙ্গা,
দিনের ইঁদুর রাতে চাঙ্গা।
পথে নামলে মুখোশ পরা,
আপথে যায় মানুষ যারা।
গাঁজার পরে মদের আসর,
আকড়া বসায় সাঁঝের পর।
যেমন খুশি করছে লঙ্ঘণ,
তাইতো সমাজ অধঃপতন।
মরছে সমাজ তাদের হাতে,
ক্ষতি কি আর আমার তাতে?
চিনতে তাদের মুখোশ খুলি,
মরবো নাকি খেয়ে গুলি?
আক্ষেপ রাখি বুকে বেঁধে,
হয়না সাহস একার সাধ্যে।
No comments:
Post a Comment