নীল আকাশের দেশে
আব্দুল মান্নান মল্লিক
রবনা মা কোলে তোমার, নইতো ছোট আর,
যেথাই খুশী যাব সেথায়, বড় হয়েছি এবার
ইচ্ছা করে হারিয়ে যেতে, নীল আকাশের দেশে,
চাঁদের আলোয় খেলব আমি, তারার সাথে মিশে।
খেলব আমি ছুটোছুটি, ওই তারাদের সাথে,
আলো ছড়ানো চাঁদের সাথে, বলব কথা রাতে।
তোমার সাথে খেলবো আমি, লুকোচুরি খেলা,
মিটিমিটি দেখব আমি, খুজবে রাতের বেলা।
ডেকে ডেকে বলব মাগো, হেথায় আছি আমি।
দুহাত বাড়িয়ে ডাকবে তখন, এসো সোনা মণি।
বলব তখন তোমায় আমি, আসব কাছে তবে,
ওদের সাথে খেলার শেষে, যখন সকাল হবে।
মিস্টি হাসি দিচ্ছে দেখো, আমার দিকে চেয়ে।
কেমন করে বুঝলো ওরা, আমি ছোট্টো মেয়ে?
আব্দুল মান্নান মল্লিক
রবনা মা কোলে তোমার, নইতো ছোট আর,
যেথাই খুশী যাব সেথায়, বড় হয়েছি এবার
ইচ্ছা করে হারিয়ে যেতে, নীল আকাশের দেশে,
চাঁদের আলোয় খেলব আমি, তারার সাথে মিশে।
খেলব আমি ছুটোছুটি, ওই তারাদের সাথে,
আলো ছড়ানো চাঁদের সাথে, বলব কথা রাতে।
তোমার সাথে খেলবো আমি, লুকোচুরি খেলা,
মিটিমিটি দেখব আমি, খুজবে রাতের বেলা।
ডেকে ডেকে বলব মাগো, হেথায় আছি আমি।
দুহাত বাড়িয়ে ডাকবে তখন, এসো সোনা মণি।
বলব তখন তোমায় আমি, আসব কাছে তবে,
ওদের সাথে খেলার শেষে, যখন সকাল হবে।
মিস্টি হাসি দিচ্ছে দেখো, আমার দিকে চেয়ে।
কেমন করে বুঝলো ওরা, আমি ছোট্টো মেয়ে?
No comments:
Post a Comment