বাস্তব সত্যি
আব্দুল মান্নান মল্লিক
ভালবাসার নেশায় ঘুরি অবুঝের এই মনে,
দিন চলেনা বাবা মায়ের আমি চলি মান্যে।
পকেট আমার খেলার মাঠ তবু ভালবাসি,
চিরদিনের মিথ্যা কথায় ভুলে যায় প্রেয়সী।
ভাবীকালের চিন্তা ভাবনা দূরে যায় সরে,
প্রেম স্রোতে সাঁতার দিই ভাবী কথা পরে।
ভালবাসার ঘর বেঁধেছি সুখ শান্তির আশায়,
দিনরাত্রি ঝগড়াঝাঁটি পড়শী লোকে থামাই।
আয়ের সন্ধান করব আগে প্রেম করব তবে,
মিথ্যা কথা বলছে সবাই অর্থ কি আর হবে?
মিঠাই রসে পিঁপড়া নামে উঠতে নড়েচড়ে,
ভাবেনি সে আগে কখনো উঠবে কেমন করে।
আদি কথা শুনে আসি পয়সাতে প্রেম নয়,
টিকতে পারে ভালবাসা তাই কখনো হয়?
প্রেম জ্বলনে জ্বলে মরি সবারে করি বারণ,
পয়সা ছাড়া প্রেম জীবনে পথেই হবে মরণ।
No comments:
Post a Comment