লিখবনা কবিতা
আব্দুল মান্নান মল্লিক
লিখবনা কবিতা আজ ভাবি নিজ মনে,
বসে আছি নিরবে বারান্দায় বৃষ্টির দিনে।
পুকুরের জল ছাপায় গড়ে রাস্তা দিয়ে,
মাছ ধরে বাড়ি ফিরে জেলেনীর মেয়ে।
হাঁসগুলো খেলে বেড়াই উঠানের জলে,
বাধা পড়ে বসে আছি বৃষ্টির বেড়াজালে।
দুই শালিক ভিজে বসে ছাদের কার্নিশে,
চাতকেরা খেলে বেড়াই অদূর আকাসে।
মোড়লবাড়ির বকাঝকা ডাকে চিৎকারে,
বৃষ্টিয় ভিজে গরুবাছুর আছিস কে ওরে।
বৃষ্টি ভিজা দিনটাই লিখে যেতাম কবিতা,
কবিতার খাতায় রাখতাম বৃষ্টির ছবিটা।
পাঠকেরা পড়েনা কেউ কবিতা আমার,
লিখবনা কবিতা তাই দিন যায় বেকার।
আব্দুল মান্নান মল্লিক
লিখবনা কবিতা আজ ভাবি নিজ মনে,
বসে আছি নিরবে বারান্দায় বৃষ্টির দিনে।
পুকুরের জল ছাপায় গড়ে রাস্তা দিয়ে,
মাছ ধরে বাড়ি ফিরে জেলেনীর মেয়ে।
হাঁসগুলো খেলে বেড়াই উঠানের জলে,
বাধা পড়ে বসে আছি বৃষ্টির বেড়াজালে।
দুই শালিক ভিজে বসে ছাদের কার্নিশে,
চাতকেরা খেলে বেড়াই অদূর আকাসে।
মোড়লবাড়ির বকাঝকা ডাকে চিৎকারে,
বৃষ্টিয় ভিজে গরুবাছুর আছিস কে ওরে।
বৃষ্টি ভিজা দিনটাই লিখে যেতাম কবিতা,
কবিতার খাতায় রাখতাম বৃষ্টির ছবিটা।
পাঠকেরা পড়েনা কেউ কবিতা আমার,
লিখবনা কবিতা তাই দিন যায় বেকার।
No comments:
Post a Comment