Tuesday, 15 September 2015

ঘুম ভাঙা রাত

ঘুম ভাঙা রাত

আব্দুল মান্নান মল্লিক

ভাবি শুধু তোমার কথা সারা রাতি জাগি,
তোমার মুখের ছবিখানি সহস্র তারায় আঁকি।
কখনো বা খাতার পাতাই নাম লিখি বারবার,
এই জগতে তুমি ছাড়া কেইবা আছে আমার।
উঠে বসি ঘুমের ঘোরে নিরব রাতে শুনি,
বাজছে যেন পায়ের নূপুর রিনিঝিনি ধ্বনি।
চলার পথে দেখি তোমায় শাড়ির আঁচল দুলে,
দেখতে আরও সুন্দর লাগে এলোমেলো চুলে।
বিদ্রূপ করে হাসছে চাঁদ আমার দিকে চেয়ে,
বলে যেন চাঁদের আলোয় কেমন আছ ওহে!
চাঁদের বিদ্রূপ হারিয়ে যাবে সকাল যখন হবে,
হাসবে নাকি সকাল হলে পাড়ার লোকে সবে?
আশঙ্কা করে লিখলাম চিঠি হয়না যেন বৃথা,
পড়বে যখন চিঠিখানি ভেবো আমার কথা!
তোমার কথা ভাবি যখন গড়ে পড়ে জল,
অনেক কষ্টে লিখি চিঠি আঁখিতে ছলছল।
ভালোবাসার চিঠিখানি আজকে দিলাম নতুন,
উত্তর দিয়ে নিভিয়ে দিও চিত্ত বনের আগুন।




No comments:

Post a Comment