Sunday, 20 September 2015

তোরে করিনা বিশ্বাস

তোরে করিনা বিশ্বাস

আব্দুল মান্নান মল্লিক

যা, যা যা-না, খোলা আকাশ মুক্ত বাতাস,
করেছি কি, তোরে একবারও মানা?
নীল আকাশে মেঘেদের সাথে যা-না!
তবুও করিবনা মানা!
নাইবা হোক আমার তারে বাঁধা লোহার খাঁচা,
পারিনা হইতো শীতল বাতাসে রাখিতে, এইতো অভিমান? যা-না! করেছি কি মানা?
নাইকো আমার ভরা পুস্করিনি, অথৈ জলের সাগর। আছে শুধু মোর, খাঁচার এক কোণে বিরাজে ছোট্ট জলাভুমি, তবুও পাইনি খুজে তল। যদি না হয় শ্রানের জল, যা-না! করেছি কি মানা? যেথায় অথৈ জল।
সদা ভাবিস মনে, ফন্দি আঁটিস সংগোপনে,
বিরাজে বসিয়া অছিলার সন্ধানে।
কে করিবে বিশ্বাস তোরে? না আমিও। করে বিশ্বাস তোরে, কোথায় হারিয়েছে তারা।
ভষ্মিভূত করেছিস তারে। কাউকে তলিয়ে
ভূতলে, কাউকে ভাসিয়ে গঙ্গা-জলে।
চলে গেছিস আপন কুলায়ে।
যা, যা, যা-না তেমনি করে।

No comments:

Post a Comment