প্রেমের বাজার
আব্দুল মান্নান মল্লিক
চোখাচোখি পথে দুজন তরূণ তরূণী,
কথা দিলো হব দুজন জীবন সঙ্গিনী।
সহসা ভালোবাসা যেমনি ফোস্কা গেরো,
আজ আছে কাল নাই ভেঙে হবে টুকরো।
একদিনের ভালোবাসা যদি সত্য হয়,
তবে কেন গুরুজন বিচ্ছিন্নে দূরে রয়?
বহুদিন ধরে যারা রেখেছিলো বুকে,
গুরুজনের সম্পর্ক যায় একটি পলকে।
চিরদিনের ভালোবাসা যদি মিথ্যা হয়,
সহসা ভালোবাসা কেমনে সত্য হয়?
এলোমেলো বাতাস যেমন তরূণ তরূণী,
হতে পারে কখনো কি বিশ্বাসের সরণী?
ভজিবারে গুরুজন সময় নাই হাতে,
প্রেমিকার কথা ভাবে দিবসে ও রাতে।
ভালোবাসা ভালোবাসা শুনি বারবার,
প্রেমিকের প্রেমিকা ছাড়া আছে কে আর?
প্রেমিকার প্রেমে পড়ে এমনও ছেলে,
গুরুজনের ভালোবাসা দিয়ে রসাতলে।
আত্মীয় পরিজনদের ঠেলে দিয়ে দূরে,
প্রেমিকার সাথে প্রেমিক অজ্ঞাতে ঘুরে।
ভালোবাসার জন শুধু প্রেমিক প্রেমিকা,
তরূণ তরূণী ভাবে আরও ভাবে বোকা।
ভালোবাসা ভালো কথা আছে সবার জানা,
তাইবলে গুরুজনকে ভালোবাসতে মানা?
ভালোবাসার এক কথা বলে সবাই জানে,
পরিজন সম্পর্ক হারায় প্রেমের সন্ধানে।
সস্তা প্রেমের বাজার বসে শহরে ফুটপাতে,
কেনা-বেচা হয় প্রেম গাঁয়ের আড়ে-ওতে।
হারিয়ে যায় গুরু-ভক্তি প্রেমের দাপটে,
সস্তা প্রেমের লীলা-খেলা রাস্তায় ও ঘাটে।
আব্দুল মান্নান মল্লিক
চোখাচোখি পথে দুজন তরূণ তরূণী,
কথা দিলো হব দুজন জীবন সঙ্গিনী।
সহসা ভালোবাসা যেমনি ফোস্কা গেরো,
আজ আছে কাল নাই ভেঙে হবে টুকরো।
একদিনের ভালোবাসা যদি সত্য হয়,
তবে কেন গুরুজন বিচ্ছিন্নে দূরে রয়?
বহুদিন ধরে যারা রেখেছিলো বুকে,
গুরুজনের সম্পর্ক যায় একটি পলকে।
চিরদিনের ভালোবাসা যদি মিথ্যা হয়,
সহসা ভালোবাসা কেমনে সত্য হয়?
এলোমেলো বাতাস যেমন তরূণ তরূণী,
হতে পারে কখনো কি বিশ্বাসের সরণী?
ভজিবারে গুরুজন সময় নাই হাতে,
প্রেমিকার কথা ভাবে দিবসে ও রাতে।
ভালোবাসা ভালোবাসা শুনি বারবার,
প্রেমিকের প্রেমিকা ছাড়া আছে কে আর?
প্রেমিকার প্রেমে পড়ে এমনও ছেলে,
গুরুজনের ভালোবাসা দিয়ে রসাতলে।
আত্মীয় পরিজনদের ঠেলে দিয়ে দূরে,
প্রেমিকার সাথে প্রেমিক অজ্ঞাতে ঘুরে।
ভালোবাসার জন শুধু প্রেমিক প্রেমিকা,
তরূণ তরূণী ভাবে আরও ভাবে বোকা।
ভালোবাসা ভালো কথা আছে সবার জানা,
তাইবলে গুরুজনকে ভালোবাসতে মানা?
ভালোবাসার এক কথা বলে সবাই জানে,
পরিজন সম্পর্ক হারায় প্রেমের সন্ধানে।
সস্তা প্রেমের বাজার বসে শহরে ফুটপাতে,
কেনা-বেচা হয় প্রেম গাঁয়ের আড়ে-ওতে।
হারিয়ে যায় গুরু-ভক্তি প্রেমের দাপটে,
সস্তা প্রেমের লীলা-খেলা রাস্তায় ও ঘাটে।
No comments:
Post a Comment