নিষ্প্রাণ কবিতা
আব্দুল মান্নান মল্লিক
রাতের কালে নিরত থাকি,
কলম নিয়ে হাতে।
লিখতে থাকি কবিতা আমি,
পারিনা প্রাণ দিতে।
কবিতা মোর জীবন সাথী,
কবিতা মোর প্রাণ।
আবৃত্তিকার এসো একবার,
গাও কবিতার গান।
বাঁচবে তবে প্রাণ কবিতার,
বলবে কথা তবেই।
তোমার সুরে কইবে কথা,
কবিতার জয় হবেই।
পাঠক করলে কবিতা পাঠ,
তবেই লিখা সফল।
নইলে কবিতা অজ্ঞান রবে,
লিখাই হবে বিফল।
খেলার পুতুল গড়ি হাতে,
বলেনা কেন কথা।
নির্জীব হয়ে রইলো পড়ে,
খাটুনি সাধন বৃথা।
আব্দুল মান্নান মল্লিক
রাতের কালে নিরত থাকি,
কলম নিয়ে হাতে।
লিখতে থাকি কবিতা আমি,
পারিনা প্রাণ দিতে।
কবিতা মোর জীবন সাথী,
কবিতা মোর প্রাণ।
আবৃত্তিকার এসো একবার,
গাও কবিতার গান।
বাঁচবে তবে প্রাণ কবিতার,
বলবে কথা তবেই।
তোমার সুরে কইবে কথা,
কবিতার জয় হবেই।
পাঠক করলে কবিতা পাঠ,
তবেই লিখা সফল।
নইলে কবিতা অজ্ঞান রবে,
লিখাই হবে বিফল।
খেলার পুতুল গড়ি হাতে,
বলেনা কেন কথা।
নির্জীব হয়ে রইলো পড়ে,
খাটুনি সাধন বৃথা।
No comments:
Post a Comment