Saturday, 17 January 2015

ঝরা ফুলের ব্যথা

ঝরা ফুলের ব্যথা

আব্দুল মান্নান মল্লিক

বৃন্ত ছিন্ন হয়ে মুই পড়ে মাটির উপর।
কেউ-তো মোরে চিনলো না আজ, হয়েছি এখন পর!
বৃন্ত-যুক্ত ফুলগুলো সব লতা-পাতায় হাসে।
মৌমাছিরা সারি সারি ওদের কাছেই আসে।।
গাছের নীচে পড়ে মুই উর্ধ্ব দিকে চাই।
আঘাত লাগে প্রাণে তবু, মোর কেহ নাই?
মাটির বুকে জাত মুই মাটিই মোর ঘর।
কেউ-তো মোরে চিনলো না আজ, হয়েছি এখন পর!
প্রভাতকালে ছেলেরা সব ফুল তুলিতে আসে।
হেলায় পড়ে থাকি তবু নিল না কেউ পাশে।।
পদে পদে ছিন্ন হয়ে দূরে যায় সরে।
পদতলে পড়ে কখনো কাঁদি প্রাণভরে।।
ঝরাফুলের ব্যথা শুধু তুমিই জান ঈশ্বর।
কেউ-তো মোরে চিনলো না আজ, হয়েছি এখন পর!
কেউ বা এসে ঝাঁটিয়ে দিয়ে দূরে ফেলে মোরে।
কেউ বা দেখে শুকনো পেয়ে অগ্নি কেমন ধরে?
হতাম যদি বৃন্ত-যুক্ত সুন্দর ফুল-খানি।
রাখত মোরে আদর করে, সাজাতো ফুলদানি।।
ঝরা-ফুলের ব্যথার মাঝে তুমিই আছ ঈশ্বর।
কেউ-তো মোরে চিনলো না আজ, হয়েছি এখন পর!

No comments:

Post a Comment