Saturday, 17 January 2015

ক্ষণিকের ধনী

ক্ষণিকের ধনী

আব্দুল মান্নান মল্লিক

ক্ষণিক আগে ছিলাম আমি গ্রামের এক দুঃখী,
কপাল জোরে হয়েছি আজ সবার উপর সুখী।
আশায় আশায় সংসার গড়ি স্বপ্ন হল পাকা,
যেদিকে চায় ডানে, বামে টাকা আর টাকা।
পুকুর ভরা মাছের চাষ বাগান ভরা আম,
শস্য ক্ষেতের মাঝে মাঝে কাঁঠাল আর জাম।
দূরের মাঠে দেখছি যতো ধানের জমি সব,
গোপাল গঞ্জের মাঠের কথা গমের সাথে যব।
আইরি ক্ষেতের বেড়ি দিয়ে মুসুরি আর ছোলা,
মনের আনন্দে তুলবো ঘরে ভরে যাবে গোলা।
গোশালাতে গাভীর পাল লালচে, কালো, সাদা,
রাখাল আমার বড়ই ভাল, ডাকতো সবে হাঁদা।
মোড়ল বলে ডাকতো সবে গাঁয়ের লোক-জনে,
মাটিতে আর পা দাঁড়ায় না গরম ধরে মনে।
বিচার আচার করি ভাল ন্যায় বা অন্যায়,
সবাই বলে ন্যায্য বিচার সন্দেহ নাই তাই।
আম বাগানে গিয়ে দেখি পাড়ার এক ছোঁড়া,
আমায় দেখে ভয়েতে তার চক্ষু ছানা-বড়া।
রাগের বশে বিকট হলাম দিলাম কষে থাপ্পর, 
মাটির উপর আছড়ে পড়ে কান্না করে জোর।
কান্না শুনে জেগে দেখি আমার ছোট্ট খোকা,
নিজের হাতে ছেলে মেরে হলাম মস্ত বোকা।
কোথায় গেল জমিদারি কোথায় গেল টাকা?
ঘুম ভাঙতে চেয়ে দেখি আগের মতোই ফাঁকা!

No comments:

Post a Comment