ভুলেছ তুমি আমি নয়
আব্দুল মান্নান মল্লিক
এসেছি তোমার দ্বারে ! দাবিটা নিয়ে।
হারিয়েছি সব কিছু, তোমাকে দিয়ে।।
জন্মান্তর হয়ে তুমি, ভুলিয়াছ সব।
বাকরুদ্ধ আমি আজ, হারিয়েছি রব।।
অধিকার ছিল মোর, তোমার সমান।
কেন আজ লাঞ্চিত, আর অপমান?
চিনেছ যদিও তুমি, অচেনার ভান।
কেমনে রাখিবে তুমি, নিজ সম্মান?
সেদিনে ছিলাম মুই, তোমারই সাথি।
সরায়া ফেলিছ দূরে, মারিছ লাথি।।
কেমনে বুঝায় তোমায়, বন্ধনের মায়া।
সেদিনে ছিলে তুমি, আমারই ছায়া।।
পশুকুলে জন্ম মোর, কিসের কারণ।
তুমিও তো ছিলে সঙ্গী, করনি বারণ?
বড় আশা করেছিনু, উদর পূরণ।
হইবে তোমার দ্বারে, দিই দরশন।।
বিনিময়ে পদাঘাতে, ঠেলিলে দূরে।
উঠানেতে পড়ে তব, যায়নি সরে।।
অস্পষ্ট দেখি তোমায়, নয়নের জলে।
দুর্ভাগ্য সঙ্গী আমার, নিজকর্ম ফলে।।
করিতে পারিনা আমি, তোমারে দুশি।
দর্শন পেয়েছি আজ, হয়েছি খুশি।।
জন্মান্তরে পেলে তুমি, সুখেরই ঘর।
কর্মগুণে আজ আমি, তোমারই পর।।
অনাদরে নিপীড়িত, তোমারই কেউ।
ভুলিতে পেরেছে সাগর, নিজস্ব ঢেউ?
ভুলেছ তুমি মোরে, নব জন্মান্তরে!
চিরতরে থাক সুখী, প্রত্যাশা অন্তরে!!
আব্দুল মান্নান মল্লিক
এসেছি তোমার দ্বারে ! দাবিটা নিয়ে।
হারিয়েছি সব কিছু, তোমাকে দিয়ে।।
জন্মান্তর হয়ে তুমি, ভুলিয়াছ সব।
বাকরুদ্ধ আমি আজ, হারিয়েছি রব।।
অধিকার ছিল মোর, তোমার সমান।
কেন আজ লাঞ্চিত, আর অপমান?
চিনেছ যদিও তুমি, অচেনার ভান।
কেমনে রাখিবে তুমি, নিজ সম্মান?
সেদিনে ছিলাম মুই, তোমারই সাথি।
সরায়া ফেলিছ দূরে, মারিছ লাথি।।
কেমনে বুঝায় তোমায়, বন্ধনের মায়া।
সেদিনে ছিলে তুমি, আমারই ছায়া।।
পশুকুলে জন্ম মোর, কিসের কারণ।
তুমিও তো ছিলে সঙ্গী, করনি বারণ?
বড় আশা করেছিনু, উদর পূরণ।
হইবে তোমার দ্বারে, দিই দরশন।।
বিনিময়ে পদাঘাতে, ঠেলিলে দূরে।
উঠানেতে পড়ে তব, যায়নি সরে।।
অস্পষ্ট দেখি তোমায়, নয়নের জলে।
দুর্ভাগ্য সঙ্গী আমার, নিজকর্ম ফলে।।
করিতে পারিনা আমি, তোমারে দুশি।
দর্শন পেয়েছি আজ, হয়েছি খুশি।।
জন্মান্তরে পেলে তুমি, সুখেরই ঘর।
কর্মগুণে আজ আমি, তোমারই পর।।
অনাদরে নিপীড়িত, তোমারই কেউ।
ভুলিতে পেরেছে সাগর, নিজস্ব ঢেউ?
ভুলেছ তুমি মোরে, নব জন্মান্তরে!
চিরতরে থাক সুখী, প্রত্যাশা অন্তরে!!
No comments:
Post a Comment