Saturday, 17 January 2015

সন্ধ্যামণি

সন্ধ্যামণি

আব্দুল মান্নান মল্লিক

সন্ধ্যামণি, সন্ধ্যামণি তোমায় দেখবো বলে।
দেখা মোরে নাহি দাও ফোট সন্ধ্যা হলে।।
দিবালোকে থাক বন্ধ কি অপরাধ তোমার!
নিশি কালে খোল অক্ষি হেতু বড় মজার।।
নিজ মনে ভাব কেন? নিশি মোর আপন।
অলি আবরু করে চুরি তাই কর গোপন?
নাহি লাগে জোনাকিদের দিবালোকে ভাল।।
তাই শুধু রাত্রি হলে দেয় মোরে আলো।।
জোনাকিদের কথা তুমি কেন যাও ভুলে।
নিজ রূপে সুখী থাক সন্ধ্যামণি কূলে?
একা বসে থাক শুধু নিশি ভোগ করে।
বৃথা রূপে কর বড়াই যত প্রাণ ভরে।।
না দেখে তোমারে কেউ নিশি জাগরণে।
মূল্যহীন রূপ তোমার সৃষ্টি অকারণে।।
নিশিকাল শেষে তুমি বৃন্ত ছিন্ন হবে।
না লইব হাতে তুলে দূরে পড়ে রবে।।
নিজ বলতে নিশি তোমার দিবা কেউ নয়?
অভিশাপ দিয়ে গেলাম যেন নাশ হয়!

No comments:

Post a Comment