Thursday, 22 January 2015

আম ধুতুরার বাগান

আম ধুতুরার বাগান

আব্দুল মান্নান মল্লিক

কেউবা করে চোর ডাকাতি কেউবা করে বাজনা,
কেউ কাহারে আঘাত দিয়ে করছে কত প্রবঞ্চনা।
দিনে রাতে চলছে আবার গঞ্জনার সাথে যন্ত্রণা,
এরই মাঝে চলছে কেমন পুজো নামাজ প্রার্থনা।
হরেক রকম মানুষের ভীড়ে চলছে খেলা সর্বক্ষণ,
পায়ের টক্কর খাচ্ছে যারা রবেনা তারা বেশীক্ষণ।
আড়াল থেকে ছুড়ছে পাথর মানব রূপি শয়তান,
তাদের সাথে মানুষের আজ দেখছি কত ব্যবধান।
পাথর ঘাতে যখম্ অনেক হারায় কেহ দেহ-প্রাণ,
কেউবা ছুটে বাঁচাতে চাই করছে এরাই পরিত্রান।
মন্দির আর গির্জা মোদের মসজিদে হয় আযান,
কেউবা এসে বাঁধায় দাঙ্গা এরাই হলো বেইমান।
ফল-উদ্যানে ঢুকে আবার করছে কেহ বিষপান,
ওই উদ্যানের মধ্যে দেখ মিস্টি ফলটি বিদ্যমান।
সৃষ্টির রহস্য বুঝতে নারী এইতো তাঁর অবদান,
ঘূর্ণি-পাকের এই দুনিয়ায় রবে শুধু সাক্ষ-প্রমান।

No comments:

Post a Comment