Saturday, 17 January 2015

শহুরে বাবু

শহুরে বাবু

আব্দুল মান্নান মল্লিক 

শহুরে বাবু গৌরব করে , শহরে করি বাস,
গৈ-গাঁয়ের সব গেঁয়ো চাষী, কেটে মরে ঘাস।
আমি কেমন শহুরে বাবু, গর্ব করি তাই,
গেঁয়ো ভুত সব ব'কলমে, বিদ্যা পেটে নাই।
ধুলো গায়ে কাদা মাখা, থাকে বার মাস,
খালে, বিলে, মাঠে খাটে, গেঁয়ো গ্রামে বাস।
তাইতো তাদের ঘৃণা করি, ছোট-লোকের দল,
জঘন্য সব পেত্নীর বাচ্চা দেখতে অবিকল। 
নৌকায় উঠে বসেন বাবু নৌকা ডুবে ঘাটে, 
বাবু হলেন কাবু সেদিন বয়স অধিক ষাটে।
বিদ্যা ভারি ছিল বাবুর , সাঁতার ছিলনা জানা,
হাবু-ডুবুর জলটা খেয়ে, বালিশ হয় পেট-খানা।
শিক্ষার দম্ভ ভুলেন বাবু ভাবেন পড়ে জলে,
সাঁতার যদি থাকতো জানা, উঠে যেতাম কূলে।
কখনো ডুবে কখনো ভাসে, শহুরে বাবু কেমন?
মাঝে মাঝে হারিয়ে যায়, তালটি ভাসে যেমন।
চিৎকার শুনে গেঁয়ো চাষি, ঝাঁপিয়ে পড়ে জলে,
সাঁতার দিয়ে জাপটে ধরে ডাঙায় টেনে তুলে। 
একটা জুতো পায়ে বাবুর, একটা ভাসে জলে,
বুকের উপর টাই-টা ছিলো, ফেঁসেঁ গেল গলে।
গঙ্গার জল খেয়ে বাবুর, ওজন হল ভার,
ষাট কেজিতে ছিলেন বাবু, শত কেজি পার।
হোঁস ফিরে তার দম্ভ চূর্ণ, আপতকালিন দিনে,
গেঁয়ো ভুতেরা ছিল তাই, বাঁচলেন বাবু প্রাণে।

No comments:

Post a Comment