Saturday, 17 January 2015

শহর ও গ্রাম

শহর ও গ্রাম

আব্দুল মান্নান মল্লিক

ভাল লাগেনা শহর আমার উঠান ছাড়া ঘরে,
দিনে রাতে ভুগছে মানুষ ম্যালেরিয়া আর জ্বরে।
কারখানা আর তেলের গাড়ি ধোঁয়ায় অন্ধকার,
যেদিকে চায় ইঁটের বেড়ি আচ্ছন্ন চারিধার। 
বৃষ্টির দিনে নীচু তলার অর্ধেক জলের তলে,
গাড়ি-ঘোড়া থমকে দাঁড়ায় অটো ডুবে জলে।
পথ চলতি মানুষগুলো সব কাছা ধরে যায়,
হাঁটুর উপর জল উঠে যায় চলতে আছাড় খায়।
চেনা মানুষ অচেনা হয় শহরে করে বাস, 
পরিচয় হীনে পাশ কেটে যায় সম্পর্ক করে নাশ। 
গ্রামের মানুষ শুধাই কুশল দিয়ে আপন পরিচয়, 
সাত পুরুষের নাম শুধিয়ে কেউতো আমার হয়।
মুক্ত বাতাস খোলা আকাশ সবুজ ঘেরা মাঠ, 
গ্রামের মানুষ আমরা সবাই নাই কোনো ঝঞ্ঝাট।
তেমাথা কোনো পথের পরে মানুষের কোলাহল,
হাসিঠাট্টায় দিন চলে যায় বাঁধাই না কেউ গোল।
খুন-খারাবি, মার-দাঙ্গা পালালো গ্রাম ছাড়ি,
শান্ত গ্রাম, অনেক আরাম শহরে বাড়া-বাড়ি।
তাইতো বলি গ্রামের ছেলে গ্রামকে ভালোবাসি, 
সবুজ ঘেরা সবুজ ক্ষেতের আমরা গ্রামের চাষী।

No comments:

Post a Comment