আমরা মানুষ
আব্দুল মান্নান মল্লিক
এক মাটিতে জন্ম মোদের একই রক্তে গড়া প্রাণ,
এক কদমে চলবো মোরা করবো না কেউ অভিমান।
নিজ স্বার্থ ছাড়বো মোরা ভাই বোনেদের ভালবাসবো,
নয়ন জলে ভাসবোনা কেউ তুষ্টি হাসি সবে হাসবো।
পথেই জীবন পথেই মরণ রব মোরা তাদের পাশে,
দুঃখীর দুঃখের ভাগী হব কষ্ট মোদের যত আসে।
হাভাতে আর রোগে শোকে কেউবা নিরাশ্রয় অশ্রুপাতে,
হেন ভাবে রবে কেন, আমরা তাদের পাশে থাকতে?
সবে মিলে করবো শপথ গড়বো জীবন মমতা দিয়ে,
আমরা সবাই মানব জাতি নবীন প্রবীণ ছেলে মেয়ে।
হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান তাতে কি আর আসে যায়?
একটি মায়ের সন্তান মোরা জাত বিচারে কাজ নাই।
দুর্নীতি আর সমাজবিরোধী মানব জীবন ছারখার,
সহানুভূতিয় বাঁধবো তাদের করবো জাতির সংস্কার।
No comments:
Post a Comment