Tuesday, 27 January 2015

নির্মম নারী

নির্মম আমার মা

আব্দুল মান্নান মল্লিক

বাঘিনী কেন হিংস্র হবে এই ধরণীর পরে,
নিজ সন্তান করছে পালন আদর যত্ন করে।
মাগো তুমি করলে আমায় নির্মমতায় নিধন,
চেয়েছিনু হতে আমি তোমাদেরই একজন।
অন্ন যদি জোটে তোমার লাগতো কত আর?
এক মুষ্টি ধরিয়ে দিলে তাতেই হত আমার।
বিলীন হত তোমারই সুখ এইতো ছিল ভয়,
ফলের ভারে ছিন্ন বোঁটা তাই কখনো হয়?
তোমার পাশে ছায়া হয়ে ঘুরছি আমি সদা,
দেখবে তুমি কেমন করে নয়নে দিয়ে পর্দা।
রাত্রি কালে ঘুমাও যখন তখন আমি আসি,
তোমার বুকে মাথা রাখি তখন একটু হাসি।
ভোর হতে ফিরে আসি তোমার কাছ ছাড়ি,
একা একা খেলে বেড়াই নাইকো ঘর বাড়ি।
তোমার কথা ভাবি যখন ঝরে নয়ন জল,
ধরে রাখি, না হয় তোমার স্বর্গ রাস্তা পিছল।
আত্মা মোর জ্বলে সদা কে করিবে শীতল,
মুছে দিও অশ্রু মাগো দিয়ে শাড়ির আঁচল।
অগ্নি দগ্ধে দগ্ধ আত্মা সহিতে পারিনা আর,
স্বর্গ মর্ত্য সব হারিয়ে পেলামনা কোন ধার।
ভুলটি যদি করে থাক তুমিতো আমার মা,
ঈশ্বর যেন করে তোমার এই অপরাধ ক্ষমা।
শুনতে কি পাওনা মাগো মোর এই ক্রন্দন,
তোমার পাপ মাথায় মাগো বইছি সারাক্ষণ।


-----------------------------------
নিষ্ঠুর হতে দূরে থেকো মায়ের জাতি জন
মমতাময়ি নামের সম্মান রাখিবে সারাক্ষণ
-----------------------------------

No comments:

Post a Comment