বঙ্গবাসী
আব্দুল মান্নান মল্লিক
স্বর্গ মোদের গর্ব মোদের সবার উপর সেরা,
গাঁ ছেড়ে যায় মাঠপ্রান্তে সবুজ গাছের বেড়া।
চন্দ্র তারায় গগন শোভন ভূমি শোভন ফুলে,
সে তো আমার মাতৃভূমি নীল গগনের তলে।
পি-উ পি-উ পাপিয়া গাহে কুঞ্জবনের আড়ে,
কোথায় যেন ঘুঘুর ঘু লুকিয়ে ঝোপঝাড়ে।
ছন্দে-ছন্দে গুন-গুন ভ্রমর পুষ্প আলিঙ্গনে,
ফুলের উপর মৌমাছিরা অস্থির মধু পানে।
পদ্মপাতায় দাদুর বিরাজ ফড়িং ফুলে ফুলে,
লতাপাতায় সাপ সাপিনী কালো গম্ভীর জলে।
কোথায় পাবে জগৎ জুড়ে বাংলা ভূমির মতো।
সোনার ফসল সবুজ ক্ষেতে দৃষ্টির নাই অন্ত,
বাংলা ভূমির মানুষরে ভাই বাংলার বোল বলি,
মোদের বাংলা গর্ব মোদের মিলেমিশে চলি।
আমরা নিখাদ বঙ্গবাসী তাইতো ভালোবাসি,
সন্ধায় বসে গল্পের আসর চাতালে ঠাঁসাঠাসি।
কোথাও ঢালু উঁচুনিচু কোথাও জলাভূমি,
কোথাও পাড়ে শস্য ভরা চাষের উর্বর জমি।
নির্জন কোন মাঠের মাঝে বাঁশের বাঁশির সুর,
নীরব রাতে বাতাসে ভাসে দূর হতে বহুদূর।
একই পথের পথিক মোরা থাকি পাশাপাশি,
কে-বা ছোটো কে-বা বড় আমরা বঙ্গবাসী।
No comments:
Post a Comment