Tuesday, 14 June 2016

পক্ব কথা

পক্ব কথা

আব্দুল মান্নান মল্লিক

রঙে ঢঙে যায় কি চেনা
কাঁচা নাকি পাকা।
তাল পাকলে কালো রঙে
চুল কেন হয় সাদা।।
বয়স পাকলে কেমন করে
ভাঙে দাঁতের বেড়া।
একটি বলতে দুটো ফাউ
যায়না বচন ঘেরা।।
সুপারি পাকলে শক্ত কেন
পাকলে নরম আতা।
গাব পাকলে হলুদ বরণ
গুপ্তে পাকে সফেদা।।
তুঁত পাকলে কালো কালো
আরও কালো জাম।
তবে কেন পাকলে এমন
হরেক রঙে আম।।
দিন পাকলে মাসের গঠন
মাস পাকলে বছর।
ঘুমের ঘরে রাত পোহালে
দেখবে কখন ভোর।।
মেঘ পাকলে বৃষ্টি ঝরায়
গর্জে আকাশ ফাটা।
কেমন করে পূর্ণিমা রাতে
চাঁদ পাকলে গোটা।।

No comments:

Post a Comment