Wednesday, 15 June 2016

নিপীড়িত ধরণী

নিপীড়িত ধরণী 

আব্দুল মান্নান মল্লিক

নিপীড়িত ধরণী আজ করে দাও শীতল,
বৃষ্টি তুমি ঝরে যাও দিবারাত্রি অবিরল।
গর্জে ওঠো ইচ্ছা যত ফাটিয়ে আকাশ, 
ভেঙে দাও গুড়িয়ে দাও হোক নব উদ্ভাস।
ধুয়ে দাও আবর্জনা পথের ধুলোবালি,
নির্মল হোক ধরণীটা বাগের কুসুমকলি।
হৃদয় প্রাঙ্গণ জুড়ে শয়তান করে বাস,
বজ্রাঘাতে গুঁড়িয়ে দাও পুরা কর আশ।
ধ্বংস কর দুষ্টু আত্মা পাপের খুঁটিনাটি,
নবরূপে আসবে ফিরে দূষণ মুক্ত খাঁটি।
লালে লালে চলছে খেলা হোলি অনর্গল,
অশ্রুজলে মুছে দাও মাতৃভূমির আঁচল।
ফিরে এসে দেখব আবার নতুন সূচনায়,
ওঁজলা মুক্ত হবে খুলে যাবে নব অধ্যায়। 


No comments:

Post a Comment