আমি একা নাকি?
আব্দুল মান্নান মল্লিক
নাইবা সাথে থাকলে তুমি
এই নিশুতি রাতে।
জানালা পারে সুবাসে ঐ
হাসনাহেনা সাথে।।
রাত জাগরণে চন্দ্র তারা
বৃক্ষাগ্রে জোনাকি।
জাগে ঐ পেঁচক পেঁচকি
আমি একা নাকি?
মৌগন্ধে বাতাস মাতাল
ফুলের সুবাসে।
ভোরের পাখি গান গানে
বসবে কাছে এসে।।
জমিয়ে রাখা মনের কথা
কব রাতের সাথে।
তোমার কথা ভুলে যাবো
এই নিশুতি রাতে।।
চন্দ্রালোকে রাতের সোহাগ
পাখির গান শুনে।
ভুলে যাবো তখন তোমায়
পড়বেনা আর মনে।।
আব্দুল মান্নান মল্লিক
নাইবা সাথে থাকলে তুমি
এই নিশুতি রাতে।
জানালা পারে সুবাসে ঐ
হাসনাহেনা সাথে।।
রাত জাগরণে চন্দ্র তারা
বৃক্ষাগ্রে জোনাকি।
জাগে ঐ পেঁচক পেঁচকি
আমি একা নাকি?
মৌগন্ধে বাতাস মাতাল
ফুলের সুবাসে।
ভোরের পাখি গান গানে
বসবে কাছে এসে।।
জমিয়ে রাখা মনের কথা
কব রাতের সাথে।
তোমার কথা ভুলে যাবো
এই নিশুতি রাতে।।
চন্দ্রালোকে রাতের সোহাগ
পাখির গান শুনে।
ভুলে যাবো তখন তোমায়
পড়বেনা আর মনে।।
No comments:
Post a Comment