Monday, 27 June 2016

√ নিশুতি গাঙের মাঝি

নিশুতি গাঙের মাঝি

আব্দুল মান্নান মল্লিক

অথৈ গাঙের মাঝি আমি গাঙে ভাসায় নৌকা,
ছুটে চলে নৌকা আমার উজান ভাটায় বাইয়া।
ঢেউয়ের দোলে নৌকা দোলে বৈঠা হাতে একা,
ভাটিয়ালি গান গেয়ে যায় ভাটায় ভাসে নৌকা।
গাঙই আমার জীবন সাথি গাঙের জলে ভাসি,
দিন গড়ে যায় রাতের মাঝে তারার মুচকি হাসি।
ওই যে উঠে আবার ডুবে চন্দ্রসূর্য নদীর বাঁকে,
কুলুকুলু ঢেউ বলে যায় গান শুনাচ্ছ কাকে?
দিবারাত্রির মুখোমুখি লাঠির মাথায় নম্পবাতি,
সাঁঝের বেলায় জ্বালিয়ে রাখি জ্বলে সারারাতি।
নির্জন রাত অন্ধকারে ভয় শিহরণ কুলুধ্বনি,
রাত জাগরণে বসে নৌকায় একলা জাল বুনি।
মরাখেকো কুকুর শিয়াল ঘোরাঘুরি রাত্রিকালে,
হয়তো বুঝি ছিঁড়ে খাবে ঝাঁপিয়ে পড়ে জলে।
রাত-বিরেতে নদীর বাঁকে ভাঙে যখন পাড়,
ডুবু-ডুবু নৌকা আমার হাত-পা হয় অসাড়।
কাশবনে ঐ ঢালুপাড়ে নির্জন এই আঁধার রাতে,
বিড়াল নাকি কাঁদছে শিশু ভাটিয়ালির সাথে।
গা ছমছম! ভয় শিহরণ! বজ্রে হৃদয় বাঁধি,
নদীজলে শব ভেসে যায় ক্ষণিক পথের সাথি।
গাঙে ভাসি বারোটা মাস ভগবানের আশীর্বাদ, 
সংসার বাঁচাতে ব্যস্ত জীবন পাইনি সংসার স্বাদ

No comments:

Post a Comment