Friday, 3 June 2016

বিচ্ছেদ

বিচ্ছেদ

আব্দুল মান্নান মল্লিক

হে বিধাতা তুমি তো সবই পারো,
শীতেল পরশে গড়িলে পুতুল অগ্নিতেও।
রূপান্তর কর সৃজন শীতলায় মন,
গড়ে উঠুক সুখময় দাম্পত্য জীবন।
বুদ্ধি বিবেক সব দিয়েছ দিয়ে যতো ধাতু,
হৃদয় গড় অগ্নি-জলে সব যেন ফালতু।
কেউ বলে সঙ্গিনী কেউ অর্ধাঙ্গিনী,
অনুগ্র হৃদয় কখনো হয় তেজস্বিনী।
স্বীয় হস্তে ভাঙে ঘর ভাঙে শাঁখা চুড়ি,
কপালের রাঙা দাগ মুছে তাড়াতাড়ি।
ললাটে নাই সবে করে আহা মরি,
নিমেষেই ভাঙে দিয়ে তুচ্ছজ্ঞানে তুড়ি।
লাগে যদি মনেমনে দুই মনের টক্কর,
বরফ গলেনা তবু ভাঙে সংসার ঘর।
বেষ্টনীর সীমা ছাড়া পড়ে কারো পা,
তবু দোহে দুষি তারা লিখে যায় বিধাতা।
দুটি মনে বাঁধে বাসা বড় কষ্ট করে,
ক্ষণিকে ভেঙে যায় নিমেষের ঝড়ে।

No comments:

Post a Comment