Thursday, 23 June 2016

√ হয় কে উন্মাদ

হয় কে উন্মাদ

আব্দুল মান্নান মল্লিক

আমি নাকি উন্মাদ বলে সর্বজন,
বহুরূপী ধারণে কেউ হয় গুণীজন।
সুখের আসন গড়ি সুখী মত্ততায়,
রঙবেরঙের পরিধানে দেখি নগ্নতায়।
আতশকাচ খুলে দেখি সরিয়ে যবনিকা,
দৃশ্যমান বহিরাবরণ হৃৎ অশ্লীল আবর্জনা।
ধুলোবালি মলিয়ে গড়ায় রাস্তায় যখন,
শুধাওনি কুশল মোর কোনো একজন।
পথ কুড়ে তুলেছিনু তেলেভাজা হাতে,
কুকুরেরা কাড়ি নিল শিয়ালদহে ফুটপাতে।
চোখে দেখে যায় সবে উন্মাদ আমি,
জনবহুল ভীড়ে শুধু দেখে অন্তর্যামী।
শান্তির ঠাঁই শুধু উন্মাদনা জীবন,
হারিয়েছ সম্পদ গর্বে সততার মূলধন।
ক্লান্তির অবকাশে ঠাহরি দাঁড়িয়ে,
হরষিত হর্ষধ্বনি বাজে চতুর্দিকে।
আঙুল তোলে মোর পানে করে পরিহাস,
ধ্বনিত বাজে কর্ণে হাসির উল্লাস।
ওদের হাসিতে হাসে মোর অন্তর,
চেপে রাখি হাসি তবু বুকের ভিতর।
তবু সাধ জাগে মন থাকিতে উন্মাদ,
পাইবে কি খুজে মোর জীবনের অনুবাদ?
ওদের সাথে মোর এইতো তফাৎ,
বলিতে পারে ওরা, হয় কে উন্মাদ?


No comments:

Post a Comment