আকাশের কান্না (b.k প্রকাশিত)
আব্দুল মান্নান মল্লিক
ও আকাশ তোমার কান্নায় এত জল,
প্লাবিত পথঘাট সিক্ত করেছ ভূ-তল।
ফুরিয়ে যায় অশ্রুজল কাঁদবে কত আর,
পারিনা দিতে তোমার অশ্রুজলে সাঁতার।
ক্লান্তির প্রশ্বাস ধোঁয়া যায় উড়ে উড়ে,
মেঘেদের ঘোরাফেরা আকাশ চত্বরে।
ঝরে পড়ে ফুলদল ভেসে যায় জলে,
অশ্রুজল ফুরাবে নাকি এই বর্ষাকালে।
ঘুটর ঘুটরী ঝিমরে রান্না ঘরের চালে,
ফুলকুঁড়ি ঝুলে পড়ে কান্নার জলে।
সাজানো বাধবী লতা পড়েছে হেলিয়া,
মুর্ছা যায় টবের ফুল ফুটন্ত ডালিয়া।
স্তব্ধ কন্ঠসঙ্গীত মলীনে বৃক্ষ শাখায়,
তোমার কান্নায় বসে পাখিরা অসহায়।
ঠাঁই বসে থাকি আমি যেন এক প্রহরী
বারান্দায় টিনের চাল বাজে যেন ঠুংরি।
বন্ধ কর কান্না এবার বলছি বারবার,
দিবারাত্রি অশ্রুজল সহিব কত আর।
আকাশের রং হারায় ধরণী আঁধার,
কান্নার জল তোমার কত আছে আর।
কত প্রাণী নিরানন্দ তোমার কান্নায়,
গুচ্ছে পুত্তিকা জলে ভাসে অসহায়।
আব্দুল মান্নান মল্লিক
ও আকাশ তোমার কান্নায় এত জল,
প্লাবিত পথঘাট সিক্ত করেছ ভূ-তল।
ফুরিয়ে যায় অশ্রুজল কাঁদবে কত আর,
পারিনা দিতে তোমার অশ্রুজলে সাঁতার।
ক্লান্তির প্রশ্বাস ধোঁয়া যায় উড়ে উড়ে,
মেঘেদের ঘোরাফেরা আকাশ চত্বরে।
ঝরে পড়ে ফুলদল ভেসে যায় জলে,
অশ্রুজল ফুরাবে নাকি এই বর্ষাকালে।
ঘুটর ঘুটরী ঝিমরে রান্না ঘরের চালে,
ফুলকুঁড়ি ঝুলে পড়ে কান্নার জলে।
সাজানো বাধবী লতা পড়েছে হেলিয়া,
মুর্ছা যায় টবের ফুল ফুটন্ত ডালিয়া।
স্তব্ধ কন্ঠসঙ্গীত মলীনে বৃক্ষ শাখায়,
তোমার কান্নায় বসে পাখিরা অসহায়।
ঠাঁই বসে থাকি আমি যেন এক প্রহরী
বারান্দায় টিনের চাল বাজে যেন ঠুংরি।
বন্ধ কর কান্না এবার বলছি বারবার,
দিবারাত্রি অশ্রুজল সহিব কত আর।
আকাশের রং হারায় ধরণী আঁধার,
কান্নার জল তোমার কত আছে আর।
কত প্রাণী নিরানন্দ তোমার কান্নায়,
গুচ্ছে পুত্তিকা জলে ভাসে অসহায়।
No comments:
Post a Comment