Thursday, 24 December 2015

গুরুবলে বলিষ্ঠ


গুরুবলে বলিষ্ঠ

আব্দুল মান্নান মল্লিক

এক পৃথিবী মানুষের ভিড়ে
তোমারে পেয়েছি খুজে গুরুর আসনে।
কথা দাও, শুধু বল একবার।
দিয়েছি ঠাঁই চরণে আমার।
তব ত্যাজিব সম্বল যত, পারের আশায়,
সাথে নাও মোরে, ইচ্ছা যেথায়।
একা ফেলে যেওনা অজানা কোনো দূরে,
অমূল্য বস্তু, তোমারে পেয়েছি জগত ঘুরে।
সাগরতল বা স্থলে নভমরুত্ যেথা তুমি,
সাথে থেকে নরকেও যেতে রাজি আমি।
নোংরা ভরে গেছে সারা গায়,
ছুঁয়ে দাও, কর পাপাচার উদ্ধার,
হবো মানব পূর্ণতায় বিকাশ।
যেমন খুশি বলুক লোকে,
স্বার্থান্বেষী বলে বলুক অলক্ষ্যে।
আসে কি যায় আমার তাতে?
বাহুবলে বলিষ্ঠ গুরুর সাথে।

No comments:

Post a Comment