সিঁধেল চোর
আব্দুল মান্নান মল্লিক
আকাশের চন্দ্রমা আজও জেগে আছে,
প্রিয়তমা ছিল সেদিন আজ নাই কাছে।
বিকেল পেরিয়ে সেদিন সান্ধ্য জোছনায়,
কত কথা হয়েছিল চোখাচোখি দুজনায়।
জমানো অনেক কথা করেছিলে জ্ঞাপন,
বলেছিলে ভালোবেসে তুমি আপন জন।
বসে ছিলাম দুইজনে দূর্বাঘাসের উপর,
রসিকতা করেছিলে বলে সিঁধেল চোর।
তাইতো করেছি হরণ তোমার মর্মদেশ,
চোর রূপে কাছে তোমার হয়ে ছদ্মবেশ।
সিঁধকাটা চোর আমি ভাঙি হৃদয় প্রাচির,
শরিকানা করেছি তোমার হৃদয় মন্দির।
তোমাদের জাতি নারি দেখিতে কঠোর,
সহজে নুয়ে পড়ে দেখলে সিঁধেল চোর।
আব্দুল মান্নান মল্লিক
আকাশের চন্দ্রমা আজও জেগে আছে,
প্রিয়তমা ছিল সেদিন আজ নাই কাছে।
বিকেল পেরিয়ে সেদিন সান্ধ্য জোছনায়,
কত কথা হয়েছিল চোখাচোখি দুজনায়।
জমানো অনেক কথা করেছিলে জ্ঞাপন,
বলেছিলে ভালোবেসে তুমি আপন জন।
বসে ছিলাম দুইজনে দূর্বাঘাসের উপর,
রসিকতা করেছিলে বলে সিঁধেল চোর।
তাইতো করেছি হরণ তোমার মর্মদেশ,
চোর রূপে কাছে তোমার হয়ে ছদ্মবেশ।
সিঁধকাটা চোর আমি ভাঙি হৃদয় প্রাচির,
শরিকানা করেছি তোমার হৃদয় মন্দির।
তোমাদের জাতি নারি দেখিতে কঠোর,
সহজে নুয়ে পড়ে দেখলে সিঁধেল চোর।
No comments:
Post a Comment