Friday, 4 December 2015

ত্রিজ্যোতি ও আঁধার কালো

ত্রিজ্যোতি ও আঁধার কালো

আব্দুল মান্নান মল্লিক

প্রহরী হতো যদি কালো অন্ধকার,
ঘুচিত দম্ভ তোমার জ্যোতির অহঙ্কার।
সহস্র লোচনে রাতে করে চলাফেরা,
নিরর্থক হয়ে যেত নীলাঙ্গনের তারা।
ভেবে যদি থাক তুমি ঘৃণিত কালো,
অমর্যাদা হতো তোমার জ্যোতির ঔজ্জল্য
কালোতে কর ঘৃণা জ্যোতির অহঙ্কারে,
টক্কর দিয়ে সাথে তবু গেছো হেরে।
হে কালো শশী কিসের ঔদ্ধত্য,
তুমিও অন্ধ, অরূণে প্রদীপ্ত।
হইবোনা বলিতে দ্বিধা,
মিথ্যা কর কেন দম্ভ বৃথা।
ভেবেছ কখন কি? অতীত জনম কথা?
কোথা হতে ধারণি উদ্দীপ্ততা?
অন্ধয়ে ছিলাম সেদিন সবে,
ভেবেছি জ্যোতির উৎস তুমিই ভবে।
দেখেছিলে চেহারাটা কালো আকার,
হার মেনেছে অরূণ কতশত বার।
তুমিতো তুচ্ছ কাছেতে তার,
মাথা তুলে আছে সর্বত্র কালো আঁধার।
বাধাহীন ইচ্ছায় খুশীতে যেথায়,
বিচরণ করে সদা কালো নির্দ্বিধায়।
কালো যখন সরে যায় খুলে দিয়ে দ্বার,
তবেই তো পাও তুমি পৃথিবীর অধিকার।




No comments:

Post a Comment